শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৩ সেপ্টেম্বর) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বিমা খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এ দিন বিমা খাতের ৫৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ১২টির আর অপরিবর্তিত রয়েছে ৮ কোম্পানির শেয়ারর দাম। বুধবার ডিএসইতে মোট ৮৪টি কোম্পানির দাম বেড়েছে। তার মধ্যে বিমা খাতের ৩৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে খাতওয়ারি তালিকায় বৃদ্ধির শীর্ষে রয়েছে বিমা খাতের কোম্পানি। দাম বৃদ্ধির পাশাপাশি লেনদেনের শীর্ষেও রয়েছে এই খাতের শেয়ার। অর্থাৎ পুঁজিবাজারে চালকের আসনে রয়েছে বিমা খাত।
ডিএসইর দেওয়া তথ্য মতে, বুধবার বাজারে লেনদেন হওয়া ৩১৯ কোম্পানির মধ্যে ৭৩টির শেয়ারের দাম কমেছে। বিপরীতে বেড়েছে ৭৩টি কোম্পানির শেয়ারের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৬২টি কোম্পানির শেয়ারের দাম।
তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৪ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭ পয়েন্টে।এদিন ৩১৯টি কোম্পানির ১২ কোটি ৫১ লাখ ১৪ হাজার ৬৪৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৬৬২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫২২ কোটি ৭৬ লাখ ৮৭ হাজার টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল জেমিনি সি ফুডের শেয়ার।
এরপরের তালিকায় ছিল— সিভিও পেট্রোক্যামিক্যাল, ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার।আরেক পুঁজিবাজার সিএসই প্রধান সূচক ১৪ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩১ পয়েন্টে। সিএসইতে ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ৫১টির ও অপরিবর্তিত রয়েছে ৮৫টির দাম।
দিন শেষে সিএসইতে ১২ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ২০১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ১৫ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৭৯৫ টাকার শেয়ার।
কর্পোরেট সংবাদ/এএইচ