December 19, 2025 - 2:18 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারকারখানা বন্ধ নর্দান জুটের, হেড অফিসের ঠিকানায় অন্য কোম্পানি

কারখানা বন্ধ নর্দান জুটের, হেড অফিসের ঠিকানায় অন্য কোম্পানি

spot_img

আরিফ হাসান,স্টাফ রিপোর্টার: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের অন্তর্ভুক্ত কোম্পানি নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের কারখানা ও হেড অফিস বন্ধ পেয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধি দল ।

ডিএসই সূত্রে তথ্য জানা গেছে ।

সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর একটি দল ৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের কারখানা পরিদর্শনের সময় কোম্পানিটির কারখানা এবং উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ দেখতে পান । এবং ৫ সেপ্টেম্বর ডিএসইর প্রতিনিধি দলটি কোম্পানির হেড অফিস পরিদর্শন করলে সেখানকার কার্যক্রমও বন্ধ দেখতে পান। ডিএসই জানায়, কোম্পানিটির হেড অফিস ব্যবহার করছে ওএমসি লিমিটেড ।

এদিকে নর্দান জুটের কোম্পানি সেক্রেটারি শাহাদাৎ হোসেইন পাটোয়ারির সাথে এ ব্যাপারে যোগাযোগ করার চেস্টা করা হলে ফোন নাম্বার বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি ।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান অপারেশন কর্মকর্তা সাইফুর রহমান কর্পোরেট সংবাদকে জানান, ”বেশ কিছু দিন আগে থেকেই নর্দান জুটের কার্যক্রম আমাদের নজরদারিতে ছিলো । এর প্রেক্ষিতে ডিএসই’র একটি প্রতিনিধি দল নর্দান জুটের কারখানা এবং প্রধান কার্যালয় ভিজিট করে । এবং তাদের কার্যক্রম বন্ধ দেখতে পায় । তালিকাভুক্ত সকল কোম্পানির উৎপাদন চালু কিংবা বন্ধের ব্যাপারে স্টক এক্সচেঞ্জকে জানানোর বাধ্যবাধকতা রয়েছে । কিন্তু নর্দান জুট এ ব্যাপারে স্টক এক্সচেঞ্জ কে কিছু জানায়নি । কোম্পানিটি আমাদের নজরদারিতে আছে । কোম্পানি পরিদর্শনের পর প্রতিনিধি দল তাদের রিপোর্ট জমা দিয়েছে । রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই নর্দান জুটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে ।”

কোম্পানিটি সর্বশেষ লভ্যাংশ দিয়েছে ২০২০ সালে । ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৩৩ পয়সা, যা আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ২৩ টাকা ২৯ পয়সা। ৩০ জুন ২০২০ এ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮১ টাকা ৬৬ পয়সা, ২০১৯ হিসাব বছর শেষে যা ছিল ৮০ টাকা ৩৩ পয়সা।

এর আগে ২০১৯ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো নর্দান জুট । ২০১৮ হিসাব বছরে লোকসানে থাকায় সে বছর কোন লভ্যাংশ প্রদান করেনি কোম্পানিটি ।

গত ৩ বছর ধরে কোম্পানির উৎপাদন না থাকায় বন্ধ রয়েছে কোম্পানির কারখানা । উৎপাদনে না থাকার কারেনে ৩ বছর বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়নি পাট খাতের স্বল্প মূলধনি এই কোম্পানিটি। এ কারণে কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

২০১৭ হিসাব বছরে ২০ শতাংশ হারে নগদ ও স্টক লভ্যাংশ দিয়েছিল নর্দান জুট। তার আগে ২০১৬ হিসাব বছরে ৫ শতাংশ, ২০১৫ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০১৪ সালে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল শেয়ারটির সর্বশেষ দর ছিল ১৯৫ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৯১ টাকা ৩০ পয়সা থেকে ৩৫৬ টাকার মধ্যে ওঠানামা করেছে।

১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দান জুটের অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৫ কোটি ৩৫ লাখ টাকা।

পাট শিল্প খাতের স্বল্প মূলধনী এই কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২১ লাখ ৪২ হাজার। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ১৫ দশমিক ০৯ শতাংশ শেয়ার। বাকি ৮৪ দশমিক ৯১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

কর্পোরেট সংবাদ/এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

হাদিকে হত্যার প্রচেষ্টা : আগামী নির্বাচন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেরদিন রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো ভোটে সম্ভাব্য প্রার্থী, ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ...

নোয়াখালীতে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে গ্যারেজ থেকে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা...

সিরাজগঞ্জ–৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে বেলকুচি...

বার্ষিক পরীক্ষা শেষে পড়াশোনার চাপ না থাকায় হাজিরার বিনিময়ে ছাত্ররা মাঠে

ঝিনাইদহ প্রতিনিধি: শ্রমিক সংকট কাটাতে কনকনে শীত আর কুয়াশাকে উপেক্ষা করে কৃষকের পাশাপাশি মাঠে নেমেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষার পর অবসর সময়টুকু কাজে...

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের তরুণ প্রজন্মকে ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় অভ্যাস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে...

সিরাজগঞ্জে প্রকাশ্যে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, যুবদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ছেলের কাছ থেকে প্রকাশ্যে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার...

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড....