December 17, 2025 - 2:22 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যশীর্ষ ৬ খেলাপির কাছে অগ্রণী ব্যাংকের পাওনা ৪৫০০ কোটি টাকা

শীর্ষ ৬ খেলাপির কাছে অগ্রণী ব্যাংকের পাওনা ৪৫০০ কোটি টাকা

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : রাষ্ট্রায়ত্ত খাতের প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের ৩০ শতাংশ দেশের ৬টি গ্রুপ প্রতিষ্ঠানের কাছে আটকে আছে। এই গ্রুপগুলোর কাছে মোট ৪ হাজার ৫০৮ কোটি টাকা খেলাপি হয়ে পড়ে আছে।

অগ্রণী ব্যাংক সূত্রে জানা যায়, শীর্ষ ৬ ঋণখেলাপির মধ্যে শীর্ষে অবস্থান করছে জাকিয়া গ্রুপ। এই গ্রুপের কাছে ব্যাংকের পাওনা ১ হাজার ১৫৭ কোটি টাকা। এরপরেই রয়েছে জাজ ভূইয়ান গ্রুপ। কোম্পানিটির কাছে অগ্রণী ব্যাংকের আটকে আছে ১ হাজার ১ কোটি টাকা। এছাড়া আলোচিত তানাকা গ্রুপের কাছে ৭৭৬ কোটি টাকা, শিকদার গ্রুপের কাছে ৬১৯ কোটি টাকা, সোনালী গ্রুপের কাছে ৫৭৬ কোটি টাকা এবং মুন গ্রুপের কাছে ৩৭৬ কোটি টাকা আটকে আছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সাল শেষে অগ্রণী ব্যাংকে মোট বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ৭৩ হাজার ৬ কোটি টাকা। বিতরণকৃত ঋণের ২১.১০ শতাংশই এখন খেলাপি। অর্থাৎ অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১৫ হাজার ৪০৮ কোটি টাকায় গিয়ে ঠেকেছে।

সূত্র মতে, অগ্রণী ব্যাংকের ঋণের ৭৩ শতাংশ ৪৪ গ্রাহকের কাছে। এসব গ্রাহকদের কাছে ৫৩ হাজার ৪৩৬ কোটি টাকা ঋণ রয়েছে। অর্থাৎ ৪৪ ঋণগ্রহীতার কাছে জিম্মি হয়ে পড়েছে ব্যাংকটি। ঐ ঋণের মধ্যে রয়েছে ২৩ হাজার ৭৯৩ কোটি টাকার ফান্ডেড লোন এবং ২৯ হাজার ৬৪২ কোটি টাকা নন-ফান্ডেড লোন।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১০ সালে ব্যাংকটির বিতরণকৃত ঋণের স্থিতি ছিল মাত্র ১৬ হাজার ৩২৫ কোটি টাকা। অপরদিকে গত ডিসেম্বর শেষে বিতরণকৃত ঋণের স্থিতি দাঁড়ায় ৭৩ হাজার ৬ কোটি টাকা। এই সময়ের মধ্যে আমানতের পরিমাণ ৭২ হাজার ৪৫৪ কোটি টাকা বেড়েছে। ২০১০ সালের ব্যাংকটির আমানতের পরিমাণ ছিলো ২০ হাজার ৬৩২ কোটি টাকা।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, অগ্রণী ব্যাংক এক সময় ব্যবস্থাপনার দিক থেকে বেশ সুনামের সাথে কাজ করেছে। অগ্রণী ব্যাংক শুধু ব্যাংকিং করে তা নয়, সরকারি অনেক সেবা প্রদানে তাদের অংশগ্রহণ করতে হয়। এইরকম একটি ব্যাংকের বিপুল পরিমাণ ঋণ আটকে থাকা মানে তাদের মূলধন ঘাটতি তৈরি হচ্ছে। এটি সরকারি ব্যাংক হওয়ায় আমানতকারীরা মূলধন ঘাটতি নিয়ে বেশি একটা চিন্তা করেন না। কারণ তারা ভাবেন যে, এই ঘাটতি সরকারি বাজেট থেকে পূরণ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এত বড় বড় গ্রুপের কাছে টাকা আটকে আছে, আর সেই অর্থ ব্যাংক আদায় করতে পারছে না। এসব বড় গ্রুপকে ব্যাংক থেকে অনেক বেশি সুবিধাও দেওয়া হয়েছে। অথচ কৃষকরা এক লাখ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করতে ব্যর্থ হলে মামলা হয়ে যায়। আর যার হাজার হাজার কোটি টাকা খেলাপি তিনি খুব সহজেই পার পেয়ে যাচ্ছে।

এর আগে ২০২১ সালে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের হার ছিল ১৭ শতাংশ। খেলাপির এই হার ১৫ শতাংশে নামিয়ে আনার নির্দেশ দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। তবে ২০২২ সাল শেষে ব্যাংকটির খেলাপি ঋণ ৯ হাজার ৯৮৭ কোটি টাকা থেকে বেড়ে ১৫ হাজার ৪০৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ২১.১০ শতাংশ।

গত বছর থেকে দেশে ব্যাপকভাবে ডলার সংকট দেখা দেয়। সংকটকালীন মূহুর্তে এক বছরে ডলার আহরণে অগ্রণী ব্যাংকের অবদান কমেছে ২৬.২৫ শতাংশ। ২০২১ সালের পুরোটা সময়ে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা ১৭৯ কোটি ৬১ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছে। গত বছরে এসেছে ১৩২ কোটি ৪৭ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যাবধানে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্সের আসা কমেছে ৪৭ কোটি ১৪ লাখ ডলার।

অগ্রণী ব্যাংকের তথ্য বলছে, ২০১০ সাল শেষে অগ্রণী ব্যাংকের মোট সম্পদ ছিল ২৬ হাজার ৪৮৫ কোটি টাকা। এরপর ২০২২ সাল শেষে ব্যাংকটির সম্পদের আকার ১ লাখ ১৪ হাজার ৯৭৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে ব্যাংকটির সম্পদের প্রবৃদ্ধি হয়েছে ৩৩৪ শতাংশ। সম্পদের আকার ৪ গুণ বাড়লেও ব্যাংকটির মুনাফা কমেছে। ২০১০ সালে অগ্রণী ব্যাংকের নিট মুনাফা ছিল ৩৫১ কোটি টাকা। আর গত বছর ব্যাংকটি মাত্র ১৪১ কোটি টাকা নিট মুনাফা দেখাতে পেরেছে।

গত বছর শেষে অগ্রণী ব্যাংক ২ হাজার ৭৩৩ কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকটির ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের হার (সিআরএআর) ন্যূনতম সাড়ে ১২ শতাংশ হওয়ার কথা। যদিও এক্ষেত্রে ব্যাংকটির সিআরএআর রয়েছে মাত্র ৬.২৮ শতাংশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...