January 15, 2025 - 6:08 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকতাফেঘাঘতে গ্রামের বাসিন্দারা হয় মৃত, না হয় নিখোঁজ’

তাফেঘাঘতে গ্রামের বাসিন্দারা হয় মৃত, না হয় নিখোঁজ’

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি গ্রামের নাম তাফেঘাঘতে। মরক্কোর অ্যাটলাস পর্বতমালা সংলগ্ন গ্রামটি পরিদর্শনে গেলে বিবিসি টিমের সঙ্গে প্রথম যে বাসিন্দার দেখা হয়, তিনি বলেন, এই গ্রামের মানুষজন হয় হাসপাতালে, নাহয় মৃত।

ধ্বংসস্তূপ পার করে ওপরের দিকে উঠতে উঠতেই বোঝা যাচ্ছিল, কেন গ্রামটির কেউ নিজেদের রক্ষা করতে পারেনি। ইট-পাথরের তৈরি গ্রামের পুরোনো ধাঁচের বাড়িগুলো কোনোভাবেই এই মাত্রার ভূমিকম্প সামাল দেওয়ার মতো ছিল না।

গ্রামের ২০০ জন বাসিন্দার মধ্যে ৯০ জনের মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আরও অনেকেই এখনো নিখোঁজ।

ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে হাসান নামে এক বাসিন্দা বলেন, নিখোঁজরা সরে যাওয়ার সুযোগ পায়নি। তাদের হাতে নিজেদের বাঁচানোর মতো সময়ও ছিল না।

হাসান জানান, তার চাচা এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। তাকে সেখান থেকে বের করার কোনো সম্ভাবনাও নেই।

গ্রামে কারও কাছে এই মাত্রার ধ্বংসস্তূপ খোড়ার যন্ত্রপাতি নেই। আর ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাইরে থেকে বিশেষজ্ঞরাও এসে পৌঁছাননি।

হাসান বলেন, আল্লাহ আমাদের এই পরিস্থিতির মুখোমুখি করেছেন। আমরা সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কিন্তু এখন আমাদের সরকারের সহায়তা দরকার।

তার মতে, মরক্কো কর্তৃপক্ষের উচিত সব ধরনের আন্তর্জাতিক সহায়তা গ্রহণ করা। কিন্তু নিজেদের অহংকারের কারণে সরকার হয়তো সেই সহায়তা নেবে না বলে মনে করেন এ যুবক।

গ্রামের আরেক প্রান্তে গিয়ে দেখা যায়, বেশ কিছু মানুষ এক ব্যক্তিকে সমবেদনা জানাচ্ছেন। জানা যায়, ওই ব্যক্তির নাম আবদু রহমান। ভূমিকম্পে তার তিন ছেলে ও স্ত্রী প্রাণ হারিয়েছেন।

বালি-পাথরের একটি স্তূপের দিকে আঙুল তুলে তিনি বলেন, আমাদের বাড়ি ছিল ওখানে। ওই যে সাদা কম্বল ও কিছু আসবাব এখনো দেখা যাচ্ছে। বাকি সব মাটির সাথে মিশে গেছে।

ভূমিকম্প শুরু হওয়ার পর আবদু রহমান ৩ কিলোমিটার দৌড়ে বাড়ির দিকে আসেন। ভূমিকম্পের সময় তিনি যে পেট্রোল পাম্পে কাজ করেন, সেখানে দায়িত্বরত ছিলেন।

বাড়ির কাছে এসে চিৎকার করে ছেলেদের নাম ধরে ডাকাডাকি করেন আবদু রহমান। তার মতো আরও কয়েকজনও তখন নিজের পরিবারের সদস্যদের খুঁজছিলেন।

রহমান বলেন, গতকাল আমরা তাদের কবর দিয়েছি। আমরা যখন তাদের মরদেহ খুঁজে পাই, তখন তারা সবাই একসাথে গুটিশুটি মেরে ছিল। তিন ছেলেই ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই তারা মারা যায়।

আরেকটু সামনে, গ্রামের সঙ্গে লাগোয়া পাহাড়ি রাস্তার মোড়ে একটি বড় তাঁবুতে বেশ কয়েকটি পরিবার একসঙ্গে অপেক্ষা করছিল। সবদিক থেকেই শোনা যাচ্ছিল অবিরাম কান্নার আওয়াজ।

কিছুক্ষণ আগেই ১০ বছর বয়সী শিশু খালিফার মরদেহ টেনে বের করা হয়েছে পাথরের স্তূপের নিচ থেকে। সেই মরদেহকে ঘিরেই চলছিল আহাজারি।

মরক্কোর অ্যাটলাস পর্বতমালা অঞ্চলের একের পর এক গ্রামে এখন ঠিক এই একই চিত্রই দেখা যাচ্ছে। ঐতিহ্যবাহী এই সম্প্রদায়গুলো সাধারণত আধুনিক পৃথিবী থেকে কিছুটা বিচ্ছিন্নই থাকতে পছন্দ করে। কিন্তু এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি বাইরের সাহায্য প্রয়োজন তাদের।

অ্যাটলাস পর্বতমালার মতো মরক্কোর আরও অনেক অঞ্চলেই জরুরি সেবা পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। বিভিন্ন এলাকায় গ্রামবাসী হাত দিয়ে বা বেলচা, শাবল দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আটকেপড়া মানুষদের উদ্ধার করছেন। আবার কিছুক্ষণ পর ওই বেলচা-শাবল দিয়েই মরদেহের জন্য কবরও খুঁড়তে হচ্ছে তাদের।

এমন একটি গ্রামের এক বাসিন্দা বলেন, মানুষের কাছে আর কিছুই অবশিষ্ট নেই। গ্রামে কোনো খাবার নেই, শিশুরা পানির পিপাসায় কষ্ট পাচ্ছে। সূত্র: বিবিসি বাংলা

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সোশ্যাল ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখার উদ্যোগে ১৪ জানুয়ারি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত)...

বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে ইসলামী ব্যাংকের এটিএম-সিআরএম বুথ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পল্টন শাখার অধীনে এটিএম-সিআরএম বুথ রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স মার্কেটে উদ্বোধন করা হয়। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫)...

সূচক কমলেও বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার...

দুদক সংস্কারে ৪৭ সুপারিশ কমিশনের

কর্পোরেট সংবাদ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও গতিশীল করার জন্য ৪৭টি সুপারিশ প্রস্তাব করেছে ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বাধীন সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) বেলা...

ডিসেম্বরে মাসসেরা ক্রিকেটার বুমরাহ

স্পোর্টস ডেস্ক : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে ডিসেম্বরের সেরা হয়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। সেরা হবার পথে দুই পেসার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট...

কাস্টমস কর্মকর্তার হাতে লাঞ্চিত হওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের মানববন্ধন

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার বঙ্গ পিবিসি পাইপ ইন্ডাস্ট্রিজের মালিক সেলিম আহম্মেদকে কাস্টমস কর্মকর্তা শারীরিক ভাবে লাঞ্চিত করার প্রতিবাদে এক ঘন্টা দোকান পাট সব...

বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।...

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

বিনোদন ডেস্ক : আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী মারা স্বামী শাহাদাৎ হোসাইন গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন...