শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত ৩২৯ প্রতিষ্ঠানের মাঝে ৫৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। এদিন সবচেয়ে বেশি শেয়ারদর হারিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৪৫ শতাংশ কমেছে।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ১৬ শতাংশ। তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারদর ১১ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৩২ শতাংশ কমেছে।
এদিন সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স,ড্যাফোডিল কম্পিউটার্স, লিগ্যাসি ফুটওয়্যার, নর্দার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো রিফুয়েলিং এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
কর্পোরেট সংবাদ/এএইচ