শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ২২৭ বারে ১৭ লাখ ২৬ হাজার ১০২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ১০ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১১৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৮৮ শতাংশ দর বেড়েছে।
এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও বীচ হ্যাচারি লিমিটেড।
কর্পোরেট সংবাদ/এএইচ