আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় একটি বিয়ের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৮ জনের হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাজধানী অটোয়ার একটি রিসিপশন ভেন্যুর পার্কিং লটে বন্দুকধারীদের গুলিতে দুজন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই ভেন্যুতে একই সঙ্গে দুটি বিয়ের আয়োজন করা হয়েছিল। সে সময় বাইরে গোলাগুলি শুরু হয়। সেখানে আসা অতিথিরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।
নাম প্রকাশ না করা শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, সে সময় খুব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। লোকজন কোনও দিক-নির্দেশনা ছাড়াই এদিক সেদিক দৌড়াচ্ছিল। ওই প্রত্যক্ষদর্শী নিজেও বিয়ের অতিথি ছিলেন।
তিনি বলেন, খুব দ্রুত গুলি চালানো হয়েছে। লোকজন ভয়ে-আতঙ্কে চিৎকার করছিল। কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও গুলি চালানো হয়। তিনি বলেন, আমার ধারণা প্রায় ১৫ থেকে ১৬ বারের মতো গুলি চালানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাইথ-ইন্ড কনভেনশন হলের পার্কিং লটে গোলাগুলি শুরু হয়। সেখানে একসঙ্গে দুটি রিসিপশনের আয়োজন করা হয়েছিল।
অটোয়া পুলিশ নিশ্চিত করেছে যে, গোলাগুলির ঘটনায় নিহত দুজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৬ এবং ২৬। তারা টরোন্টোর বাসিন্দা।
পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েক মার্কিন নাগরিকও আছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। ওই মার্কিন নাগরিকদের পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। চলতি বছর অটোয়াতে বন্দুকধারীদের গুলিতে এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। ওই শহরে প্রায় ১০ লাখ মানুষের বসবাস।