January 15, 2025 - 4:51 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকঘূর্ণিঝড়ের দাপটে উড়ে গেলো আস্ত গাড়ি!

ঘূর্ণিঝড়ের দাপটে উড়ে গেলো আস্ত গাড়ি!

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় ইডালিয়ার দাপটে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য। স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ১৮০ কিলোমিটার গতিবেগে উপকূলে আছড়ে পড়ে এ ঘূর্ণিঝড়। এরই মধ্যে বাতাসের তোড়ে একটি গাড়ি উড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে গাড়ির দুই আরোহী গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে।

জানা যায়, সাউথ ক্যারোলাইনার গুজ ক্রিক নামক সড়কে রাস্তায় ঝড়ের মুখে পড়ে ওই গাড়ি। বাতাসের তোড়ে গাড়িটি টিনের চালের মতো উড়ে গিয়ে অন্য একটি গাড়ির উপর গিয়ে পড়ে। গাড়ির মধ্যে ছিলে দুই আরোহী। আকস্মিক এ ঘটনায় তারা গুরুতর আহত হন।

অন্য গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইডালিয়ার কবলে পড়া গাড়িটি বেশ জোরে অন্য গাড়িটিকে আঘাত করে। সেসময় আশেপাশে থাকা গাড়ির আরোহীদের ‘উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে’ বলে চিৎকার করতে শোনা যায়।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের একটি দল। আহত দুই ব্যক্তিকে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে বের করে আনেন তারা। পরে আহতদের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মার্কিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, সাউথ ক্যারোলাইনার আঘাতের পর ঘূর্ণিঝড় ইডালিয়ার শক্তি হ্রাস পেয়েছে। ঝড়ের পাশাপাশি রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে চেষ্টা চলছে বিদ্যুৎসংযোগ স্বাভাবিক করার প্রচেষ্টা।

ভারী বৃষ্টির ফলে যে সব এলাকায় বন্যা দেখা দিয়েছে, সেখান থেকে মানুষদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ চলছে। পাশপাশি সড়কে উপড়ে পড়া শত শত গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা চেষ্টা করছে উদ্ধারকীদের দল।

এর আগে বুধবার সকালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানে ঘূর্ণিঝড় ইডালিয়া। গত সাত বছরে ওই অঙ্গরাজ্যে আঘাত হানা চতুর্থ শক্তিশালী ঝড় এটি। শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের কারণে ফ্লোরিডা উপকূলে ১৬ ফুট উঁচু বন্যা হতে পারে বলে আভাস দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র আভাস দিয়েছে, ফ্লোরিডার উপসাগরীয় উপকূল, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জর্জিয়া ও সাউথ-নর্থ ক্যারোলাইনার পূর্বাঞ্চলীয় অংশে বৃহস্পতিবার (৩১ আগস্ট) ১০ থেকে ২০ সেন্টিমিটার বা ৪ থেকে ৮ ইঞ্চি পরিমাণ বৃষ্টি হতে পারে। আর দুর্গম এলাকাগুলোতে এক ফুট পর্যন্ত বৃষ্টি হতে পারে। সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।...

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

বিনোদন ডেস্ক : আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী মারা স্বামী শাহাদাৎ হোসাইন গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন...

অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : পুলিশসহ অপরাধ ও বিতর্কিতমূলক কর্মকাণ্ডে জড়িত সব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর...

হালনাগাদ ভূমি মন্ত্রণালয়ের সফটওয়্যার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ভূমি সেবা কার্যক্রম শতভাগ জনবান্ধব করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের...

প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার...

পিএসএলে দল পেলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন স্পিনার রিশাদ হোসেন। পিএসএলে ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে তৃতীয় রাউন্ডে রিশাদকে দলে নেয় দু’বারের চ্যাম্পিয়ন লাহোর...

রাঙামাটিতে ইউসিবির কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ‘ভরসার নতুন জানালা’-র...

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক ও এসআই ক্লোজ

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন ও উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি)...