October 24, 2024 - 1:12 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারআয় ও মুনাফা দুটোই বেড়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলের

আয় ও মুনাফা দুটোই বেড়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলের

spot_img

শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের ২০২২-২৩ সমাপ্ত হিসাব বছরে আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় ও নিট মুনাফা দুটোই বেড়েছে। এবং আলোচিত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্তও নিয়েছে ।

সোমবার (২৮ আগস্ট ২০২৩) ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ২১৪ তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে ।

প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিএসিসিএলের আয় হয়েছে ৫১৫ কোটি ৪৯ লাখ টাকা। এর আগের হিসাব বছরে এ আয় হয়েছিল ৪৪১ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৭৪ কোটি টাকা বা ১৬ দশমিক ৭৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৭৯ কোটি ৩ লাখ টাকা। এর আগের হিসাব বছরে যা হয়েছিল ২৪৭ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩১ কোটি ৬৩ লাখ টাকা বা ১২ দশমিক ৭৯ শতাংশ। ২০২২-২৩ হিসাব বছরে বিএসসিসিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১৯ পয়সা। এর আগের হিসাব বছরের যা ছিল ১৩ টাকা ৬৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫ টাকা ৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৪ টাকা ৪৫ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

২০২২-২৩ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়াহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১২ অক্টোবর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২০ সেপ্টেম্বর।

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে জন্য ঘোষিত ৪৬ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্সে (বিও) পাঠিয়েছে বিএসসিসিএল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছে ৪৪১ কোটি ৭৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪৪ কোটি ৮৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০৫ কোটি ২ লাখ টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ১৯০ কোটি ৭৩ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ টাকা ১৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ টাকা ৫৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫২ টাকা ৪৯ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বিএসসিসিএল। ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন বিএসসিসিএলের শেয়ারহোল্ডাররা। ২০১৭-১৮ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। আগের হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

সমাপ্ত ২০২২-২৩ অর্থ বছরে কোম্পানির কর পরবর্তি নিট মুনাফা হয়েছে ২৭৯ কোটি ২ লাখ ৯৬ হাজার ৭৮ টাকা । যা গত বছরের একই সময়ে কর পরবর্তি নিট মুনাফা হয়েছিলো ২৪৭ কোটি ৩৯ লাখ ৭৮ হাজার ৪৬৫ টাকা ।

কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৫১০ টি । এর মধ্যে সরকারী বিনিয়োগ ৭৩.৮৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৫.৫৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ২.৭৫ শতাংশ এবং বাকি ৭.৮৫ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারীদের হাতে ।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২১৮ টাকা ৯০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ার ২৮৫ টাকা ৯০ পয়সা থেকে ২৪৫ টাকা ১০৯ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

কোম্পানিটি ২০১২ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে ।

কর্পোরেট সংবাদ/এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

পূবালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

জেএমআই হসপিটালের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেকচারিং লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত...

ইভেন্স টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত...

আর্গন ডেনিমসের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি...

৩ ধারাবাহিকে শখ, আগামীকাল তার জন্মদিন

বিনোদন ডেস্ক : শোবিজের জনপ্রিয় মুখ আনিকা কবির শখ। মডেল হিসেবে যাত্রা শুরু করার পর কাজ করেছেন নাটক-সিনেমাতেও। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকের মন...

অবশেষে ছাড়পত্র পেয়েছে কঙ্গনার ‘ইমারজেন্সি’ সিনেমা

বিনোদন ডেস্ক : কঙ্গনা রানাউত অভিনীত ‘ইমারজেন্সি’ সিনেমাটি মুক্তি নিয়ে কয়েক মাস ধরে বিভিন্ন জটিলতা চলছে। মিলছিল না সেন্সর বোর্ডের ছাড়পত্র। অবশেষে সব সমস্যা...

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩য় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সিটি ইন্স্যুরেন্স পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

আজ ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৫ কোম্পানির বোর্ড সভা আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো-ফার কেমিক্যাল, রানার...