নিজস্ব প্রতিবেদক : ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) আবর্তনশীলভিত্তিতে পুনঃবিনিয়োগযোগ্য “পুঁজিবাজারে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োকারীদের সহায়তা তহবিল (০২)” থেকে এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেডকে ২৮ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়।
সোমবার (২৮ আগস্ট) আইসিবি’র প্রধান কার্যালয়ে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবি’র মহাব্যবস্থাপক আনোয়ার শামীম, এআইবিএল ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা ও বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের উপ-মহাব্যবস্থাপক মোঃ কোরবান আলী, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ছাদেক আলী সহ অন্যান্য কর্মকর্তাগণ।