শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৮ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭ পয়েন্ট।
এদিন ডিএসইতে লেনদেন পাঁচশ কোটির ঘর অতিক্রম করেছে। যা বাজারের জন্য ইতিবাচক। তবে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির মধ্যে ৮৯টির শেয়ারের দাম কমেছে। তার বিপরীতে বেড়েছে ৬৭টি কোম্পানির শেয়ার। আর অপরিবর্তিত রয়েছে ১৮২ কোম্পানির শেয়ার।
তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৯ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৩ পয়েন্টে।
এদিন ৩৩৮ প্রতিষ্ঠানের ১১ কোটি ৪২ লাখ ৫১ হাজার ২৬৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা টাকার অঙ্কে ৫৩৮ কোটি ৬৩ লাখ ৭৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ৪৯ লাখ ২২ হাজার।ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল রূপালী লাইফের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল সোনালী পেপারের শেয়ার। এরপরের তালিকায় যথাক্রমে ছিল- ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, ইস্টার্ন হাউজিং, জেমিনি সি ফুড, রয়েল টিউলিপ সি পার্ল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৫ পয়েন্টে। সিএসইতে ১৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ৮৮টির দাম।
দিন শেষে সিএসইতে ১০ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৪৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ৫৯১ টাকার শেয়ার ও ইউনিটের।
কর্পোরেট সংবাদ/এএইচ