আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ৬ শতাধিক দমকলকর্মী। বেশ কিছু পানি ছিটানোর প্লেন ও হেলিকপ্টারের সহায়তায় তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
দেশটিতে এখনো তিনটি বড় দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে দুইটি গত কয়েকদিন ধরেই জ্বলছে। খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিসের ইভ্রোস ও আলেকজান্দ্রোপলিসের উত্তর ও পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
রোববার (২৭ আগস্ট) নবম দিনের মতো আগুন জ্বলতে দেখা যায়। ইউরোপের সবচেয়ে বড় এই দাবানলে আলেকজান্দ্রোপলিস শহরের দূরবর্তী অঞ্চলে বনের বিশাল অংশ ধ্বংস হয়েছে। পুড়ছে বহু ঘরবাড়ি। ইইউ-এর কোপার্নিকাস ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিস জানিয়েছে, দাবানলে ৭৭ হাজার হেক্টর এলাকাজুড়ে পুড়ে গেছে।
কয়েকদিন আগে গ্রিসের উত্তরপূর্বাঞ্চলের ভয়াবহ দাবানলে বিধ্বস্ত জঙ্গল থেকে অন্তত ১৮ মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হয় নিহতরা অভিবাসনপ্রত্যাশী। ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ইয়ানিস আর্টোপিওস ২২ আগস্ট বলেছেন, তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল দাদিয়ার জাতীয় উদ্যানের কাছে মরদেহগুলো পাওয়া গেছে। ওই স্থানটি অভিবাসী ও শরণার্থীদের প্রবেশের স্থান বলে বিবেচিত।