খাদ্যবান্ধব কর্মসূচির ২৩ বস্তা চাল জব্দ

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়নের মেঘাই পুরাতন বাজারে শমসের হাজিরবাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ২৩ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর চালের অবৈধভাবে মজুদ রাখার অপরাধে মমতা বেগম (৫০) কে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি হাজি বাড়ির নজরুল ইসলামের স্ত্রী।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিলার শমসের হাজির বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় চালের মজুদকারী মিলন মিয়া কৌশলে সটকে পড়েন। পরে ওই ঘরে চাবি মিলনের মা মমতা বেগমের নিকট পান আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ঘর থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ২৩ বস্তা চাল জব্দ করেন। আদালত জব্দকৃত ২৩ বস্তা চাল সরকারি খাদ্য গুদাম (এলএসডি) মেঘাই, কাজিপুরে সংরক্ষণের আদেশ দেন।’
আদালত পরিচলাকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক জেসমিন আক্তার।