October 26, 2024 - 7:22 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারটানা দরপতনের পর উত্থানে ফিরেছে সূচক

টানা দরপতনের পর উত্থানে ফিরেছে সূচক

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: দেশের পুঁজিবাজারে পুরো সপ্তাহ জুড়েই দরপতন চলছিলো । টানা তিন কর্মদিবস দরপতনের পর আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সূচক বেড়েছে পুঁজিবাজারে। বস্ত্র, বিমা, খাদ্য ও আনুষঙ্গিক এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪২ পয়েন্ট।

এদিন আট কোম্পানির শেয়ারের দাম কমার বিপরীতে বেড়েছে ১৫৩টি কোম্পানির শেয়ারের। তবে সূচকের উত্থানের দিনে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ২৯৯ কোটি টাকা। যা গত চার মাস ২০ দিনের মধ্যে সর্বনিম্নন। এর আগে চলতি বছরের ২৮ মার্চ ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭২ কোটি ৫ লাখ টাকা।এর ফলে চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবস রোববার, সোমবার এবং বুধবার দরপতনের পর আজ বৃহস্পতিবার উত্থান হলো। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিশেষ উদ্যোগের ফলে আজ বাজার ঘুরে দাঁড়িয়েছে।

বাজারের দরপতন রোধে বৃহস্পতিবার সকালে মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপকদের নিয়ে বৈঠক করে বিএসইসি। এদিন বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গেও বৈঠক করবে বিএসইসি। 

ডিএসইর তথ্যমতে, আজ বাজারে ৩২১টি প্রতিষ্ঠানের মোট ৬ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ৭৬৪ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ২৯৯ কোটি ৫২ লাখ ৯২ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৫৩ লাখ ৮৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪ দশমিক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২১ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল টিউলিপ সি পার্লের শেয়ার।

এর পরের তালিকায় যথাক্রমে ছিল-সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি, দেশবন্ধু পলিমার, বসুন্ধরা সুকুক, লিগ্যাসি ফুটওয়্যার, জেমিনি সি ফুড এবং সোনালী পেপার লিমিটেডের শেয়ার।অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৮ পয়েন্টে।

এদিন সিএসইতে ১৫৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২৬ টির ও অপরিবর্তিত রয়েছে ৬৬টির দাম।

দিন শেষে সিএসইতে ৬ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৬৬৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

কর্পোরেট সংবাদ/এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...