January 15, 2025 - 12:48 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যখুচরা বাজারে ডিমের সর্বোচ্চ দাম ১২ টাকা: ভোক্তা ডিজি

খুচরা বাজারে ডিমের সর্বোচ্চ দাম ১২ টাকা: ভোক্তা ডিজি

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : খুচরা বাজারে ব্যবসায়ীরা ভোক্তাদের থেকে প্রতিটি ডিমের দাম ১২ টাকার বেশি রাখতে পারবেন না বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে সংস্থার প্রধান কার্যালয়ে ডিমের মূল্যবৃদ্ধির বিষয়ে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, এজেন্ট, ডিলার ও খুচরা-পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন এ. এইচ. এম. সফিকুজ্জামান। সে সময় এ হুঁশিয়ারি দেন তিনি।

সফিকুজ্জামান বলেন, খামার পর্যায়ে প্রতিটি ডিমের উৎপাদন খরচ ১০ টাকা ৫০ পয়সা। প্রতি ডিমে পাইকারি থেকে খুচরা পর্যায়ে ব্যবসায়ীদের লাভ দেড় টাকা ধরে খুচরা পর্যায়ে ডিমের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এখন থেকে খুচরা বাজারে ব্যবসায়ীরা ভোক্তাদের থেকে প্রতিটি ডিমের দাম ১২ টাকার বেশি রাখতে পারবেন না।

নতুন দামে ডিম বিক্রি খুচরা ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান সফিকুজ্জামান। তিনি বলেন, ভোক্তাদের কাছে এই দামের মধ্যে ডিম বিক্রির বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে। এ ছাড়া নির্ধারিত দামে ডিম বিক্রির বিষয়টি মনিটরিংয়ের জন্য অভিযান শুরু হবে বলে জানান ভোক্তার ডিজি।

তিনি বলেন,আগামীকাল থেকে হাতবদলের প্রতিটি স্তরে পাকা ভাউচার বা রসিদ বাধ্যতামূলক করতে হবে। সেটি কিন্তু আমাদের আইনি বাধ্যবাধকতাও রয়েছে। তা মেনে না চললে আমরা এখন শুধু আর কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করব না, সেই প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ করে দেব।

ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, খুচরা ব্যবসায়ীদের অবশ্যই উৎপাদক ও পাইকারি বিক্রেতাদের থেকে ডিম কেনার রসিদ সংগ্রহ করে দোকানে রাখতে হবে। এখন থেকে রসিদ ছাড়া ডিম বিক্রি করতে দেয়া হবে না।

সভায় উপস্থিত প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক ডা. শাহীনুর আলম বলেন, পোলট্রি শিল্প রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন। খামার পর্যায়ে প্রতিটি ডিমের উৎপাদন খরচ ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এই দামকে ন্যায্যমূল্য উল্লেখ করে তিনি বলেন, খুচরা পর্যায়ে মুরগির ডিমের দাম কোনোভাবেই ১২ টাকার বেশি হওয়া উচিত নয়।

দেশের পোলট্রি শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে খামারিদের অবদানের কথা উল্লেখ করে প্রাণিসম্পদ অধিদফতরের উপসচিব আনোয়ার হোসেন বলেন, সরকার এখনই ডিম আমদানির পক্ষে নয়। এতে ক্ষুদ্র ও বৃহৎ সব ধরনের খামারি ক্ষতিগ্রস্ত হবেন। খামারিদের সমস্যা সমাধানে সরকারের উদ্যোগে পোলট্রি বোর্ড গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, চালান রসিদ প্রদর্শন করা বাধ্যতামূলক। ভোক্তা অধিকার ব্যবসাবান্ধব, ব্যবসায়ীবান্ধব না। ভোক্তা শোষিত হলে ভোক্তা অধিকার ব্যবস্থা নেবে।

এফবিসিসিআইয়ের অতিরিক্ত সচিব শাহ আব্দুল খালেক বলেন, এফবিসিসিআই ভোক্তা, উৎপাদক ও ব্যবসায়ী সবার স্বার্থ রক্ষা করে। তবে বেচাকেনার রসিদ দেয়ার ব্যাপারে ব্যবসায়ীদের আগ্রহের ঘাটতি রয়েছে। আইন না মানলে সরকার ব্যবস্থা নেবে। এ ব্যাপারে কারো আপত্তি থাকার কথা নয়।

ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রোগ্রাম কো-অর্ডিনেটর আহমেদ একরামুল্লাহ পাকা রসিদ ছাড়া ডিম বেচাকেনা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, খুচরা বাজারে নির্ধারিত ১২ টাকা মূল্যে ডিম বিক্রি নিশ্চিত করতে হবে সরকারকে। ভোক্তাদের স্বার্থে প্রয়োজনে ডিম আমদানির অনুমতি দিতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি হঠাৎ করেই দেশের বাজারে বেড়ে গেছে ডিমের দাম। খুচরা বাজারে একটি ডিম কিনতে গুনতে হচ্ছে ১৫ টাকা। ডিমের এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ভোক্তাদের মাঝে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

কর্পোরেট সংবাদ ডেস্ক : চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস...

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়া-তারেকসহ সব আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পেয়েছেন। সেই সঙ্গে...

সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনোমিক সেক্রেটারির পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ নিজেই এক...

তাড়া‌শে নিষিদ্ধ সংগঠনের নেতা সে‌লিম রেজা গ্রেপ্তার

তাড়াশ (‌সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধি: সিরাজগঞ্জের তাড়া‌শে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. সে‌লিম রেজাকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দি‌কে...

কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে নিহত ২

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধার...

সাউথইস্ট ব্যাংক ও মেটলাইলের সাথে গ্রুপ বীমা চুক্তি

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের কর্মকর্তা ও কর্মচারী এবং এবং তাদের উপর নির্ভরশীলব্যাক্তিবর্গের জন্য গ্রুপ লাইফ, গ্রুপ মেডিকেল এবং গ্রুপ মেটারনিটি বীমা...

ইউনিয়ন ব্যাংকের সেবা গ্রহণের জন্য আহ্বান

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসি. আমদানি, রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে এবং এর সুফল গ্রাহকগণ পাচ্ছেন। এ সফলতার মাধ্যমে...

মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন ডিপজল

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ডিপজল এবার মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন। গাইবান্ধার বাদিয়াখালীর তালুক রিফাইতপুর স্টেশনে ডিপজল মসজিদটি...