নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। এটি একটি মেয়াদি মিউচুয়াল ফান্ড (Close-end), যা স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে।
সোমবার (১৪ আগস্ট) বিএসইসির ৮৮০তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মিউচ্যুয়াল ফান্ডের লক্ষ্যমাত্রা হচ্ছে ২০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা হিসেবে গ্রামীণ ব্যাংক ১০০ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ১০০ কোটি টাকা সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যা প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ‘ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’ হবে দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত চতুর্থ মিউচুয়াল ফান্ড।
বর্তমানে কোম্পানিটি তিনটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) পরিচালনা করছে। ফান্ডগুলো হচ্ছে-ক্যাপিটেক পদ্মা পিএফ শরীয়াহ ইউনিট ফান্ড, ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড ও ক্যাপিটেক-আইবিবিএল শরীয়াহ মিউচুয়াল ফান্ড।
আকারের দিক দিয়ে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্বিতীয় বৃহত্তম ফান্ড। এ ফান্ডটি বাজারে তারল্য পরিস্থিতির উন্নয়নে কিছুটা হলেও ভূমিকা রাখবে।
ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান বলেন, ‘ ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের ভাল ট্র্যাক রেকর্ড আছে। আমরা তিনটি বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড পরিচালনা করছি। বিএসইসির সব বিধিবিধান পরিপালনকে আমরা অগ্রাধিকার দেই। আর গবেষণা টিমের পরামর্শের ভিত্তিতে শেয়ার কেনাবেচার সিদ্ধান্ত নিয়ে থাকি। ২০২২ সালের পারফরম্যান্সের কারণে বিএসইসি সম্প্রতি ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টকে সেরা অ্যাসেট ম্যানেজার নির্বাচন করেছে। নতুন ফান্ডের ক্ষেত্রেও আমাদের একইরকম দায়িত্বশীলতা থাকবে। আমরা বিনিয়োগকারীদের ভাল রিটার্ন দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাব’।