October 24, 2024 - 11:23 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিক৪০ দেশের কূটনীতিদের সঙ্গে সৌদির শান্তি আলোচনা

৪০ দেশের কূটনীতিদের সঙ্গে সৌদির শান্তি আলোচনা

spot_img

অনলাইন ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের জেদ্দায় শান্তি আলোচনা শুরু হয়েছে। শনিবার শুরু হওয়া বৈঠকে ইউক্রেনসহ ৪০টি দেশের ঊর্ধ্বতন কূটনীতিকরা উপস্থিত রয়েছেন। তবে, এতে আমন্ত্রণ পায়নি মস্কো। এ বৈঠকের মাধ্যমে যুদ্ধ বন্ধের জন্য একটি খসড়া তৈরি করা হবে বলে ধারণা করা হচ্ছে। খবর আল-জাজিরার।

দুই দিনের এ বৈঠকের জন্য শুক্রবার সৌদিতে পৌঁছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উন্নয়নশীল দেশগুলোর কর্মকর্তা যারা জেদ্দার বৈঠকে অংশ নেবেন তাদের শুভেচ্ছা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, ‘এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিষয়টি খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত। আফ্রিকা, এশিয়া ও বিশ্বের অন্যান্য মহাদেশের লাখ লাখ মানুষের ভাগ্য নির্ভর করছে। কারণ, যত দ্রুত এই সমস্যার সমাধান হবে ততই সবার জন্য ভালো।’

এ বৈঠক নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়েরে প্রধান অ্যান্ড্রি ইয়েরমার্ক শুক্রবার এক সম্প্রচার মাধ্যমকে বলেন, ‘সৌদিতে আলোচনা খুব সুখকর হবে না।’ লোহিত সাগরের পাশে থাকা জেদ্দায় হওয়া বৈঠকে ইউক্রেনের হয়ে নেতৃত্ব দিচ্ছেন ইয়েরমার্ক। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছিল, এই বৈঠকে কিয়েভ একটি সেশনের হোস্ট করবে এবং এতে ৪০ দেশের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইয়েরমার্ক বলেন, ‘আমাদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। আমরা অনেকের অবস্থান সম্পর্কে জেনেছি। আমাদের নীতিগুলো তাদের জানানো গুরুত্বপূর্ণ। আমাদের প্রধান কাজ, সবাইকে ইউক্রেনের পক্ষে একত্রিত করা।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া, যা এখনও চলমান। এরপরই দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ বাধে। রাশিয়ার কিয়েভ দখলের চেষ্টা ব্যাহত হলেও তারা পূর্ব ইউক্রেনের অনেক অঞ্চল দখলে নেয়। সেগুলো পুনরুদ্ধারে বর্তমানে লড়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

জেদ্দায় হওয়া আলোচনা বৈঠকের উদ্দেশ্যের কথা জানিয়ে শুক্রবার সোদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সমস্যা সমাধানে ও চিরস্থায়ী শান্তি প্রণয়নে সৌদির বিশেষজ্ঞরা যাতে অবদান রাখতে পারে সে জন্যই এই বৈঠক। কোন কোন দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন তা না জানিয়ে সংবাদ সংস্থাটি জানায়, এই বৈঠকের মাধ্যমে বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা পরামর্শকরা থাকবেন।

রুশ আগ্রাসনের পর থেকেই মস্কোকে সমর্থন দিয়ে আসছে বেইজিং। এর জেরে দেশটির নেতৃত্বের সমালোচনা করে আসছে কিয়েভকে সমর্থন দেওয়া পশ্চিমারা। এ সত্ত্বেও জেদ্দায় হওয়া বৈঠকে বিশেষ কূটনৈতিক লি হুইকে পাঠানোর কথা শুক্রবার জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেন, ‘আন্তর্জাতিক কমিনিউটির সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন। রাজনৈতিকভাবে ইউক্রেন সংকট সমাধানে আমরা গঠনমূলক ভূমিকা রাখতে চাই।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে গত জুনে কোপেনহাগনে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে, বৈঠকের পরে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি কেউ। জেদ্দার বৈঠকটিও সেই মডেলে করা হচ্ছে। আর এতে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ভারত ও দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...