December 13, 2025 - 1:36 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দান যুক্তরাষ্ট্র-কানাডার জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দান যুক্তরাষ্ট্র-কানাডার জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা বিশ্বব্যাপী মানবাধিকারের প্রধান প্রবক্তা হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত বঙ্গবন্ধুর দোষী সাব্যস্ত খুনিদের ফিরিয়ে দিতে ব্যর্থ হওয়া তাদের জন্য লজ্জাজনক। তিনি বলেন, “স্ব-ঘোষিত খুনিরা সেই একই দেশে (মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা) বসবাস করছে, যারা মানবতাবাদ নিয়ে বক্তৃতা দেয়, মানবাধিকারের কথা বলে, কিন্তু এই আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় দেয়। তাদের লজ্জিত হওয়া উচিত।”

মঙ্গলবার (১ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নির্মম হত্যার স্মরণে শোকের মাস আগস্টের প্রথম দিনে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃক্ষরোপণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সরকার এ পর্যন্ত খুঁজে বের করেছে যে বঙ্গবন্ধুর দুই সাজাপ্রাপ্ত পলাতক খুনি- রাশেদ চৌধুরী ও নূর চৌধুরী যথাক্রমে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থান করছে। এছাড়া অন্য তিন পলাতক- খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম এবং মোসলেহউদ্দিন খানের হদিস সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মোমেন বলেন, “বঙ্গবন্ধুর খুনিরা এখনও পলাতক। আমরা দু’জনের কথা জানি — একজন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং আরেকজন কানাডায়। অন্য তিন পলাতক আসামির অবস্থান এখনো জানা যায়নি।” দুই খুনির অবস্থান জানার পর, এই দুই পলাতক খুনিকে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় মার্কিন ও কানাডিয়ান কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্টভাবে সম্পৃক্ত রয়েছে। এর আগে মোমেন বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ধরতে অভিযানের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশের সব মিশনকে চিঠি দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদেরকে অবস্থানরত দেশের বাংলাদেশ মিশনের পাশাপাশি, সেদেশে খুনিদের সন্দেহভাজন অবস্থানেও নজরদারি রাখার আহ্বান জানিয়েছেন। নূর চৌধুরী এবং রাশেদ চৌধুরী সম্পর্কে ড. মোমেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় বসবাসরত বাংলাদেশিদের তাদের প্রত্যর্পণের জন্য সরকারী প্রচেষ্টার সম্পূরক হিসেবে স্বাক্ষর প্রচারণার কর্মসূচি গ্রহণ এবং সেখানকার কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ে চাপ সৃষ্টি করার পরামর্শ দিয়েছেন।

১৫ আগস্ট হত্যাকান্ডের পলাতক ঘাতকদের অবস্থান নিশ্চিত করার জন্য প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনের তথ্যের আলোকে, ঢাকা পলাতক খুনিদের সম্ভাব্য লুকিয়ে থাকার দেশগুলোতে তার মিশনকে সক্রিয় করেছে। মোট ১২ জন চাকুরিচ্যুত সামরিক অফিসারকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ছয় জনের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে এবং একজনের বিদেশে স্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত ছয় ঘাতকের মধ্যে তিনজনকে তাদের অনুপস্থিতিতে বিচারের পর, তিনটি দেশ- থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত থেকে ফিরিয়ে আনা হয়েছিল।

এর আগে, নিরাপত্তা সংস্থাগুলি তাদের প্রতিবেদনে বলেছিল, ইন্টারপোল তাদের ট্র্যাক করার জন্য ‘রেড নোটিশ’ জারি করায়, খুনিদের মধ্যে কেউ কেউ এক দেশ থেকে অন্য দেশে তাদের অবস্থান পরিবর্তন করতে পারে। পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা বলেছেন, হত্যাকান্ডের অন্যতম মাস্টারমাইন্ড চাকুরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল আবদুর রশিদ আফ্রিকার একটি দেশে গোপন আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। পূর্ববর্তী প্রতিবেদনে অনুমান করা হয়েছিল, আরও কয়েকজন পাকিস্তান, লিবিয়া, জিম্বাবুয়ে, স্পেন এবং জার্মানিতে লুকিয়ে থাকতে পারে।

সরকার ১৯৭৫ সালের পলাতক খুনিদের ধরতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান, একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নেতৃত্বে বিভিন্ন গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সমন্বয়ে একটি স্পেশাল স্কোয়াড গঠন করেছিল।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শোকের মাস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে পৃথকভাবে তিনটি চারা রোপণ করেন।

আরও পড়ুন:

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা

‘জিয়া আমার মা-বাবার জন্য মোনাজাতের সুযোগটাও দেয়নি’-প্রধানমন্ত্রী

অক্টোবরে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-পর্যালোচনা টিম

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...