বিনোদন ডেস্ক : কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। যা নিয়ে প্রকাশ হয়েছে একাধিক বই। সেখান থেকে ‘ধ্বংস পাহাড়’ নিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমাটি।
‘এমআর-৯’ পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর।
মঙ্গলবার (২৫ জুলাই) এই সিনেমার অ্যাকশনে ভরপুর ট্রেলার প্রকাশ করা হয়। ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে গোয়েন্দা মাসুদ রানার চরিত্রে বাংলাদেশি অভিনেতা এবিএম সুমন সবার নজর কেড়েছেন। ট্রেলারে দেখা গেছে নানা চমক। হলিউড ও বলিউডের একঝাঁক তারকার উপস্থিতি বাড়িয়ে তুলেছে সিনেমা দেখার আগ্রহ।
ট্রেলারে রহস্য জাগিয়েছে, বাংলাদেশি অভিনেতাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবির উপস্থিতিও। দেখা গেছে, হলিউডের ‘ক্যাপ্টেন আমেরিকা’র অভিনেতা ফ্র্যাংক গ্রিলো, ‘দ্য ডার্ক নাইট’র মাইকেল জাই হোয়াইট, ‘আর্মি অব ওয়ান’র নিকো ফস্টার ও বলিউডের ‘পয়জন’খ্যাত অভিনেত্রী সাক্ষী প্রধান, ‘থ্রি ইডিয়টস’র চতুর রামলিঙ্গম ওরফে সাইলেন্সার ওমি বৈদ্যকে।
‘এমআর-৯’র সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে এটি। সেই হিসাবে এটি দেশের সবচেয়ে বড় সিনেমা প্রজেক্ট। জানা গেছে, বিশাল বাজেটে নির্মিত এই সিনেমাটি বাংলা ও ইংরেজি ভাষায় আলাদা আলাদা শুটিং হয়েছে। এর দৃশ্য ধারণ করা হয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে।
বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, আগামী ২৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘এমআর-৯’। এর চিত্রনাট্য করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে।
ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-
আরও পড়ুন: