October 25, 2024 - 3:15 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকসৌদি আরবে সাড়ে ১১ হাজার শিক্ষক ও বিশেষজ্ঞ নিয়োগ দিবে

সৌদি আরবে সাড়ে ১১ হাজার শিক্ষক ও বিশেষজ্ঞ নিয়োগ দিবে

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সাড়ে ১১ হাজার শিক্ষক ও বিশেষজ্ঞ নিয়োগ দেবে। নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে দেশের শিক্ষাখাতকে আরও এগিয়ে নিতেই এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। শনিবার (২২ জুলাই) এসব তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গণিত, রসায়ন, পদার্থ, ইংরেজি, কম্পিউটার ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে ১১ হাজার ৫৫১ জন শিক্ষক ও বিশেষজ্ঞকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন প্রক্রিয়ার বিষয়টিও নির্ধারণ করা হয়েছে। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমরা চাই, সৌদি আরবের শিশু ও তরুণ প্রজন্ম বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো যোগ্যতা অর্জন করুক। এখন থেকে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৫ জুলাই সকাল ৯টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ৩০ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা আবেদন করবেন, তাদের প্রাথমিকভাবে বাছাই করা হবে। যারা নিজেদের নাম সরিয়ে নেবেন বা বাছাইপর্ব থেকেই বাদ পড়ে যাবেন, তাদের জায়গায় অন্য যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষক হওয়ার জন্য একজন প্রার্থীকে অবশ্যই মন্ত্রণালয় নির্ধারিত শর্তাবলি পূরণ করতে হবে। বিশেষ করে, সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই প্রার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করা ডিগ্রি থাকতে হবে। আর ডিগ্রি যদি বিদেশি বিশ্ববিদ্যালয়ের হয়, তবে তা সৌদি বিশ্ববিদ্যালয়ের সমমানের হতে হবে।

এর আগে, চলতি বছরের মে মাসে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল যে, তারা দেশটির মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে ভূ ও মহাকাশবিদ্যা পড়ানো শুরু করবে। দুজন সৌদি নাগরিক মহাকাশ ভ্রমণের ঠিক কয়েক দিন আগেই এই ঘোষণা দেয় দেশটি। সূত্র: আল অ্যারাবিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...