October 7, 2024 - 9:20 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্য২১ দিনে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ডলার

২১ দিনে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ডলার

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : ২০২৩-২৪ অর্থবছরে জুলাই মাসের প্রথম ২১ দিনে ১৪২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার।বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার ৪৭৫ কোটি টাকা।

রোববার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, এসময়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে গড়ে ৬ কোটি ৭৯ লাখ ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

আলোচ্য সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১১৯ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার ডলার।

এ খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে ধীরে ধীরে ডলারের দাম বাড়াচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। বর্তমানে প্রবাসী আয়ে প্রতি ডলারে দেয়া হচ্ছে ১০৮ টাকা ৫০ পয়সা।

গত জুনে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ডলার। গত ৩ বছরে মধ্যে যা সর্বোচ্চ। আর একক মাস হিসাবে দেশের ইতিহাসে তা দ্বিতীয় সর্বোচ্চ।এর আগে ২০২০ সালের জুলাইয়ে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলার পাঠান প্রবাসীরা।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ইউএস ডলার। আগের অর্থবছরে যা ছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে রেকর্ড রেমিট্যান্স আহরণ হয়। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ