October 25, 2024 - 1:19 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকনিউজিল্যান্ডফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপের আগেই হামলা, নিহত ২

নিউজিল্যান্ডফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপের আগেই হামলা, নিহত ২

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপের কয়েক ঘণ্টা আগেই হামলার ঘটনা ঘটলো । পুরো শহরেই উদ্বোধনী ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এরই মধ্যে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছে। হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছে।

একটি কন্সট্রাকশন সাইটে স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে ওই হামলার ঘটনা ঘটে। হামলাকারী নিজেও ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে জানা গেছে।

দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলছেন, এই হামলা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয়। হামলার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না এবং পরিকল্পনা অনুযায়ীই টুর্নামেন্ট শুরু হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, নিউজিল্যান্ড এবং দর্শকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। তিনি জানিয়েছেন, কুইন স্ট্রিটের একটি কন্সট্রাকশন সাইটে ওই হামলার ঘটনা ঘটেছে। ওই বন্দুকধারী একটি পাম্প-অ্যাকশন শটগান দিয়ে হামলা চালান।

নিউজিল্যান্ড পুলিশের সাহসী নারী ও পুরুষ সদস্য যারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে অন্যদের জীবন বাঁচিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। এই ধরণের পরিস্থিতি দ্রুত চলে যায় এবং যারা অন্যদের বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেন তাদের এই কাজ বীরত্বের চেয়ে কম কিছু নয় বলে উল্লেখ করেন তিনি।

অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন বলেন, ফিফার সব কর্মী এবং ফুটবল দলের সদস্যরা নিরাপদেই আছেন। নগরীর ইডেন পার্কে নিউজিল্যান্ড ও নরওয়ের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এক টুইট বার্তায় ব্রাউন বলেন, আমাদের এই সুন্দর শহরে এর আগে এমন কিছু ঘটেছে বলে আমি মনে করতে পারছি না। আজকের সকালের এই ঘটনা অকল্যান্ডবাসীর জন্য দুঃখজনক এবং বেদনাদায়ক ছিল। কারণ এটি এমন একটি ঘটনা যাতে আমরা অভ্যস্ত নই।

এদিকে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে ফিফা। নিউজিল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানানো হয়। ইডেন পার্কে উদ্বোধনী ম্যাচে অংশ নেবে নিউজিল্যান্ড এবং নরওয়ে। দেশটির ক্রীড়ামন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেছেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এবারের নবম ওমেন্স ওয়ার্ল্ড কাপ যৌথভাবে আয়োজন করছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...