October 13, 2024 - 4:13 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকঅভিবাসন ইস্যুতে নেদারল্যান্ডসের জোট সরকারের পতন

অভিবাসন ইস্যুতে নেদারল্যান্ডসের জোট সরকারের পতন

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : সরকার বাঁচাতে শুক্রবার (৭ জুলাই) নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে-এর সভাপতিত্বে ৪ পক্ষ বৈঠকে বসলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন নেদারল্যান্ডসকে দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দিয়ে আসা প্রধানমন্ত্রী রুটে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আজকে সন্ধ্যায় আমরা একটি সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি, সেটা হলো আমাদের মধ্যে চলমান মতবিরোধ দূর করা সম্ভব নয়। আর তাই আমি খুব দ্রুত সরকারের পক্ষ হয়ে রাজার কাছে আমার লিখিত পদত্যাগ জমা দেবো।

শনিবার রাজা ভিলেম আলেকজান্দারের কাছে তিনি পদত্যাগ জমা দিতে পারেন বলে জানা গেছে। আর নতুন নির্বাচনের আগ পর্যন্ত বর্তমান মন্ত্রিসভার মন্ত্রীরা কাজ চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

গত বছর আশ্রয়শিবিরগুলোতে উপচে পড়া ভিড় নিয়ে হৈচৈ হওয়ার পর রুটে-এর রক্ষণশীল ভিভিডি পার্টি শরণার্থীদের আগমন সীমিত করার চেষ্টা করে আসছে। কিন্তু চারদলীয় জোট সরকারের দুই অংশীদার রুটের পরিকল্পনার বিরোধিতা করে আসছিলেন শুরু থেকে।

মূলত অভিবাসন ইস্যুতে বিরোধে জড়িয়ে পড়েন জোট সরকারের অংশীদারেরা। সরকারের সবচেয়ে বড় অংশীদার ছিলেন ডানপন্থি ভিভিডি পার্টির নেতা রুটে।

২০২২ সালে অভিবাসী আশ্রয়শিবিরগুলো পূর্ণ হয়ে যাওয়ায় আবাসন সংকটে পড়তে হয়েছিল সরকারকে। তখন আশ্রয়প্রার্থীদের পারিবারিক পুনর্মিলনকে সীমিত করার চেষ্টা করেছিলেন রুটে। দেশটিতে আশ্রয় নেওয়া যুদ্ধ শরণার্থীদের আত্মীয়স্বজনদের পুনর্মিলন ভিসায় নেদারল্যান্ডসে আসা কমাতে প্রতিমাসে ২০০ জনে সীমাবদ্ধ রাখার প্রস্তাব দেন তিনি। আর এ প্রস্তাব মানা না হলে সরকারের পতনের হুমকিও দেন জোটের শরিকদের।

জোট সরকারের ২ শরিক ক্রিস্টেন ইউনি ও ডি৬৬ এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। কারণ, তারা মনে করে এভাবে সংকটের সমাধান হয় না।

২০২২ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া জোট সরকার সংকট কাটাতে বুধ ও বৃহস্পতিবারও আলোচনা করেছিল। সবশেষ শুক্রবার রুটে নিজেও চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।

ক্রিশ্চিয়ান ইউনির মুখপাত্র টিম কায়েস্তে বলেছেন, অভিবাসন নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে না বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডাচ প্রধানমন্ত্রী বলেন, এখানে আর লুকানোর কিছু নেই যে আমাদের মধ্যে মতপার্থক্য ছিল।

নেদারল্যান্ডসে আশ্রয় আবেদন গত বছর এক তৃতীয়াংশ বেড়েছে। দেখা গেছে, দেশটিতে গেলো বছর ৪৬ হাজারেরও বেশি আবেদন জমা হয়েছে। সরকারের ধারণা, চলতি বছর সেই সংখ্যাটি ৭০ হাজার ছাড়িয়ে যাবে। আর এই ধারণা সত্য হলে তা ২০১৫ সালের অভিবাসন সংকটের সময়কেও ছাড়িয়ে যাবে।

সূচি অনুযায়ী এই সরকার তার মেয়াদ পূর্ণ করলে ২০২৫ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতির কারণে এখন তার আগেই নির্বাচন হবে।

বিরোধীদলগুলো এরমধ্যেই দ্রুত নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছেন। শুক্রবার রাতে কট্টর অভিবাসন বিরোধীদল পিভিভির নেতা গির্ট ভিল্ডারস দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে টুইট করেছেন।

গ্রিন লেফট পার্টির নেতা জেসি ক্লেভারও নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। ডাচ সম্প্রচার কেন্দ্র এনওএসকে তিনি বলেছেন, এই দেশটির দিক পরিবর্তন দরকার।

দেশটির রাজা অন্য কোনো রাজনৈতিক নেতাকে জোট গঠন করে সরকার পরিচালনার কথা বলতে পারেন। কিন্তু নানা হিসাব নিকাশের কারণে সেটা এক প্রকার অসম্ভব বলেই মনে হচ্ছে। কারণ ২০২১ সালের ভোটে কোনো রাজনৈতিক দলই এককভাবে ভালো ফল করতে পারেনি। ফলে জোট করে সরকার গঠন করতেই চলে যায় নয় মাস।

রুটে-এর দল ভিভিডি সবচেয়ে বেশি, ২২ শতাংশ ভোট পেয়েছিল। আর দুটি দলের ১০ শতাংশের ওপরে ভোট ছিল। আরও ১৭টি রাজনৈতিক দল পার্লামেন্টে একটি করে আসন পেয়েছিল। ফলে, ভেঙে যাওয়া জোটকে বাদ দিলে, অন্যদের নিয়ে নতুন করে জোট সরকার গঠনের কোনো সুযোগ নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের সিনিয়র সাংবাদিক স্বপন ভদ্রকে (৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় সাগর নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে জেলার...

সব সম্প্রদায়ের সমান অধিকারের বাংলাদেশ গড়তে চাই: ড. ইউনূস

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‌‘আমরা এমন সমাজ চাই না যেখানে সেনাবাহিনী, পুলিশ দিয়ে উৎসব পালন করতে...

এবার অ্যালেক্স হেলসকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক : আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৭ ডিসেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির আসন্ন...

মেহেরপুরে জমি নিয়ে বিরোধ, বোন-ভাবিকে কুপিয়ে হত্যা

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ভাইয়ের কাটারিদায়ের আঘাতে সহোদর বড় বোন ও আপন মেজো ভাবি খুন হয়েছে। নিহত সহোদর বড় বোন জোসনা...

সনি-স্মার্ট শোরুমে মিলছে সনি ব্রাভিয়া’র নতুন মডেলের জেনুইন টিভি ও আল্ট সাউন্ড সিস্টেম

নতুন পণ্যের বাজারজাত এবং দূর্গাপূজা উপলক্ষ্যে ক্রেতারা পাচ্ছেন ক্যাশব্যাক আর নিশ্চিত উপহার কর্পোরেট ডেস্ক : দেশব্যাপী সনি-স্মার্টের শোরুমে এখন পাওয়া যাচ্ছে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র...

প্রতিমা বিসর্জন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটবে না: উপদেষ্টা ডা. বিধান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘একটি আশার কথা হচ্ছে এখন পর্যন্ত সারাদেশের পরিস্থিতি খুবই...

ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার মসজিদের ইমাম এবং তার ৮ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে নৌকাযোগে...

বগুড়ার ধুনটে ৮ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন...