নিজস্ব প্রতিবেদক : ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের অনুকূলে আবর্তনশীল ভিত্তিতে পুনঃবিনিয়োগযোগ্য “পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল” থেকে ২০ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে।
বুধবার (৫ জুলাই) বিডিবিএল ভবনে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও আইসিবি’র মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের চেয়ারম্যান সি,কিউ,কে মুস্তাক আহমেদ এবং প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পিবিআইএলের পরিচালক হাসান ও রশিদ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) খন্দকার রায়হান আলী, এফসিএ।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) পক্ষ থেকে আবু তাহের মোহাম্মদ আহমেদ উর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব); মোঃ আনোয়ার শামীম, মহাব্যবস্থাপক, হিসাব ও অর্থব্যবস্থা; মোঃ কোরবান আলী, বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের উপ-মহাব্যবস্থাপক এবং মোঃ ফারুক আলম, উপ-মহাব্যবস্থাপক অনুষ্ঠানে লিগ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।