নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদে দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৈয়দ সাজেদুল করিম ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ দুই স্বতন্ত্র পরিচালকের নিয়োগ গত ১১ মে থেকে কার্যকর বিবেচিত হবে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এশিয়া ইন্স্যুরেন্সের পর্ষদ।