April 5, 2025 - 12:13 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজানা অজানাকালের সাক্ষী ত্রিপুরা মহারাজার কাছারি বাড়ি

কালের সাক্ষী ত্রিপুরা মহারাজার কাছারি বাড়ি

spot_img

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: একটি পাতা দু’টি কুড়ি চায়ের রাজধানী ও পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী কাছারি বাড়িটি আজ অযত্নে-অবহেলায় ধ্বংসের মুখে। শ্রীমঙ্গল পৌর শহরের প্রাণকেন্দ্র হবিগঞ্জ রোড (ঢাকা-সিলেট) মহাসড়কের পার্শ্বে অবস্থিত ঐতিহ্যবাহী (ভারতের) ত্রিপুরা মহারাজার স্থাপনা ১৮৯৭ সালে কাছারি বাড়িটি ত্রিপুরা মহারাজা প্রতিষ্ঠা করেন।

অদ্য রোববার (২রা জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, কাছারি বাড়িটি অযত্নে, অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে প্রায়। বাড়ির ছাদের পলেস্তরা ভেঙে ভেঙে পড়ছে। দেয়ালের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ঘরের মেঝেতে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মুল রঙের ছিটেফোটাও নেই। এই কাছারি বাড়ির পাশ দিয়ে চলা রাস্তায় ধরে হাঁটছেন ভূমি সেবা গ্ৰহীতরা।

ইতিহাসের পাতা পর্যালোচনায় জানা যায়, ১৮৯৮ সালে তৎকালীন ভারতের ত্রিপুরা মহারাজা কর্তৃক এতদঞ্চলের প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের জন্য শহরের মধ্যভাগে প্রায় দেড় বিঘা জমির ওপরে চুন-সুরকি দিয়ে ঐতিহাসিক এই কাছারি বাড়িটি নির্মাণ করা হয়। শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসের সীমানার ভেতরে অবস্থিত এই কাছারি বাড়িটির পার্শ্বে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস ও শান বাঁধানো ঘাট সহ একটি বিশাল পুকুর আর কাছারি বাড়ির নাম অনুসারে নির্মিত হয়েছে কাছারি জামে মসজিদ। শতাধিক বছরের পুরোনো কাছারি বাড়িটি ১ দশমিক ৬৭ একর জমির ওপর নির্মিত।

একতলা কাছারি বাড়িটি প্রস্থে ৩০ ফুট ও দৈর্ঘ্যে ২০ ফুট লম্বা, এতে রয়েছে ৩টি কক্ষ, ৮টি দরজা ও ৯টি জানালা। প্রতিটি দেয়াল ১২ ইঞ্চি চওড়া ও চুন-সুরকি দ্বারা নির্মিত। কারুকাজও রয়েছে চোঁখে পড়ার মতো।
পুরনো সংস্কৃতি ঐতিহ্যের ইতিহাস সমৃদ্ধ সকলের দৃষ্টিগোচরের জন্য রাখা হতো তাহলে ইতিহাস পিপাসুরা সহজে ইতিহাস জানতে পারতো। পরিত্যক্ত ত্রিপুরা মহারাজা কাছারি বাড়িটি সংরক্ষণ করে ত্রিপুরা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার জন্য দাবি করছে বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ।

জানা যায়, এ ব্যাপারে বিগত বছরে সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বরাবরে একটি লিখিত আবেদন করা হয়। এতে সিলেট অঞ্জলের ১৬ টি ত্রিপুরা পল্লীর ক্ষুদ্র জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়ন, ভূমি সমস্যা ও সমাধানসহ কাছারিবাড়ি সংরক্ষণ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের জন্য আহ্বান করা হয়।
বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের সুমন দেববর্মা জানান, ২০১৬ জুন মাসে তৎসময়ের শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল হুদা এই কাছারি বাড়িটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়ে ভবনটিতে নতুন করে রঙের কাজ করান। কিন্তু পরবর্তীতে এই কাজের আর কোন অগ্রগতি লক্ষ্য করা যায়নি।

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক শ্যামল দেববর্মা বলেন, শ্রীমঙ্গল একসময় ত্রিপুরার অধীনে ছিলো। তখন ত্রিপুরীদের সংখ্যা ছিলো অনেক। ১৯৪৭ এর দেশ ভাগের পর বেশীর ভাগই ভারত চলে গেছে। ত্রিপুরা মহারাজার কাছারি বাড়িটিতে বসে অষ্টাদশ শতকের ত্রিপুরা মহারাজ কৃষ্ণ মাণিক্য প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতেন। পরবর্তীতে আধুনিক ত্রিপুরার সুচনালগ্নে মহারাজ মানিক্য বাহাদুর দেববর্মা ঊনবিংশ শতাব্দিতে সমস্ত প্রশাসনিক কার্যক্রম আগরতলাতে শুরু করেন। ত্রিপুরা মহারাজার স্মৃতি ও ঐতিহ্যের প্রতীক এবং তার রাজত্বকালে নির্মিত কালের সাক্ষী এই ভবনটিকে রক্ষা করলে তা নতুন প্রজন্মের নিকট কালের স্বাক্ষীর স্মৃতি ধরে রাখবে।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার বলেন, ত্রিপুরা কাছারি বাড়িটি সংস্কার ও সংরক্ষণের জন্য সরকারের চিন্তা-ভাবনা থাকলেও এ ব্যাপারে এখনও কোন পরিকল্পনা গৃহীত হয়নি। এ ব্যাপারে আমার পূর্ববর্তী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একটি পরিকল্পনা গ্রহণের জন্য উচ্চ পর্যায়ে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত সাড়া মেলেনি। হয়তো আগামীতে সংরক্ষণ বা পুনঃসংস্কারের কোনো সিদ্ধান্ত আসতে পারে। তবে আমি মাঝেমধ্যে পরিস্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বেনাপোল যশোর সড়ক দূর্ঘটনায় কন্যাসহ বাবা নিহত, বাসে আগুন

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: বেনাপোল- যশোর মহাসড়কে পুলেরহাট নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্ত্রী,...

পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলের দিকে মরদেহের ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী...

কুয়াকাটায় মহাসড়ক দখল করে ব্যবসা, ভোগান্তিতে পর্যটক

বাদল হোসেন পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটার মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট, যা যান চলাচলে বাধা সৃষ্টি করে পর্যটকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে দেখা...

শেখ হাসিনা কর্তৃক সকল গনহত্যার বিচার করতে হবে: মাওঃ রফিকুল ইসলাম খাঁন

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক সকল গনহত্যার বিচার করতে হবে। সেই...

নরসিংদীতে ‘গণপিটুনি’র প্রতিবাদ করতে যাওয়া ২ ভাইকে পিটিয়ে হত্যা

সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে ‘গণপিটুনির’ পর প্রতিবাদ জানাতে যাওয়া দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত...

নরসিংদীতে ৪ জনকে কুপিয়ে জখম, এক জনকে গলা কেটে হত্যারচেষ্টা

সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধি: অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে নরসিংদীতেপ্রকাশ্য দিবালোকে চারজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতদের মধ্যে একজনকে গলা...

শেরপুরে ঈদের দিন রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেল বাবা ও মেয়ের

শেরপুর (বগুড়া)প্রতিনিধি: ঈদের দিন রাস্তা পার হওয়ার সময় শাহ আলম (৩২) ও তার মেয়ে সেজদান আলম সামান্তা (৪) নামের বাবা মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায়...

উল্লাপাড়ায় ঈদের জামাতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সোমবার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামে ঈদের নামাজ আদায়ের সময় মাইকের যান্ত্রিক ক্রটির কারণে দুই দলের মধ্যে সৃষ্ট সংঘর্ষে অন্ততঃ...