নিজস্ব প্রতিবেদক : ইউসিবি স্টক ব্রোকারেজ মিরপুর – ১০ ডিজিটাল বুথ এর যাত্রা শুরু হয়েছে।
গতকাল সোমবার (১২ জুন) ডিজিটাল বুথ উদ্বোধন করেছেন ইউসিবি স্টক ব্রোকারেজ’র এমডি এবং সিইও মোহাম্মদ রহমত পাশা।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউসিবি স্টক ব্রোকারেজ এর হেড অব প্রিভিলেজ ব্রোকারেজ সার্ভিস মোহাম্মদ ফরিদ উদ্দিন (নোমান) এবং শাখা প্রধান মোহাম্মদ সোলেমান হক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।