পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনের সাথে লেনদেনও কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৬৪টি কোম্পানির ২২ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৯৪৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০৮৬ কোটি ৮৮ লক্ষ ৬৯ হাজার ৩৮৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪০.১১ পয়েন্ট কমে ৬৩১৬.১৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯.৪৮ পয়েন্ট কমে ২১৮৮.৭৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.০১ পয়েন্ট কমে ১৩৭২.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ, মেঘনা লাইফ ইন্সুঃ, আরডি ফুড, বিএসসি, রূপালি লাইফ ইন্সুঃ, লুব-রেফ লিঃ, জেমীনি সী ফুড, অগ্নি সিস্টেম ও আমরা নেট।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, এনটিসি, মেঘনা লাইফ ইন্সুঃ, রূপালি লাইফ ইন্সুঃ, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., বঙ্গজ লিঃ, বিজিআইসি ও ন্যাশনাল টিউবস।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মীর আখতার হোসেন, সিম টেক্স, মেঘনা পেট, অগ্নি সিস্টেম, অগ্রনী ইন্সুঃ, বেঙ্গল উইন্ডসোর, ইউনিয়ন ইন্সুঃ, লুব-রেফ লিঃ, প্যারামাউন্ট ইন্সুঃ ও মিরাকেল ইন্ডাঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭১৭১০৯৯৩৫১৭১.০০।