বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি ভালোবেসেই বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। তবে সেই সংসারে নেমে এলো ভাঙ্গনের সুর। সব সম্পর্ক ছিন্ন করে গত শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে রাজের বাসা থেকে চলে এসেছেন পরী।
শুধু তাই নয়, তার জীবন থেকে স্বামী শরিফুল রাজকে চিরতরে ছুটিও দিয়েছেন বলে জানান দিয়েছেন পরীমনি।
শুক্রবার দিবাগত রাতে পরী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে শরিফুল রাজের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের ইঙ্গিত দেন। তার পর টানা দু’-দিন ধরে ঘটে চলেছে নানা ঘটনা। পরীমনি একতরফা নানা অভিযোগে এনেছেন স্বামী ও শ্বশুরবাড়ির উপর। এই দু’দিনে প্রায় বেপাত্তা ছিলেন রাজ। তবে নতুন বছরে ছেলের সঙ্গে আদরমাখা ছবি দেন তিনি। কিন্তু পরীমনি সম্পর্কে একটিও কথা বলেননি অভিনেতা।
আরও পড়ুন: পরীমণির জীবনটা আমার মতো: তসলিমা নাসরিন
অবশেষে সংবাদমাধ্যমে মুখ খুললেন অভিনেতা শরিফুল রাজ। শুধু তা-ই নয়, পরীমনির উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘আমার বেডরুমটা ব্যক্তিগত জায়গা, যা হাটেবাজারে চর্চার বিষয় হয়ে গিয়েছে। আমি চুপচাপ থাকতে চাই। পরী এখন যা করছে, তার মন যা চাইছে করুক, আটকাব না।’’
শুধু তা-ই নয়, রাজ আরও বলেছেন আমি ‘‘কিছুই জানতাম না। কেন হচ্ছে, কী হচ্ছে। আমি ঘুমোচ্ছিলাম। এখন কথা বললে অনেক কিছু বলতে হবে। আমি চাই না এই প্রসঙ্গে আর কোনও চর্চা হোক।’’ কিন্তু পরীমনি যে তাঁর বিরুদ্ধে গার্হস্থ হিংসার মতো গুরুতর অভিযোগ এনেছেন, সে বিষয়টি সরাসরি নাকচ করে রাজ বলেন, ‘‘আমি স্পষ্ট বলছি, আমি কোনও ভুল করিনি।’’ তাঁদের দাম্পত্য যে ভাঙনের মুখে, সেটিও স্পষ্ট করেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘না, আর হবে না।’’
আরও পড়ুন:
মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি
সৃজিতের ‘পদাতিক’ সিনেমায় চঞ্চলের নায়িকা মনামী ঘোষ
মিথিলা নয়, রাতে বাংলাদেশি অন্য নায়িকার সঙ্গে কথা বলেন সৃজিত
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
এবার পরীমনির প্রসঙ্গে মুখ খুললেন রাজ https://corporatesangbad.com/2886/ |