নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ৩ জানুয়ারি, মঙ্গলবার।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ রোববার রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হলো ২০১৭ সালে ১৭ টাকা ১৮ পয়সা, ২০১৮ সালে ১৭ টাকা ৭৩ পয়সা, ২০১৯ সালে ১৭ টাকা ৬২ পয়সা ২০২০ সালে ১৬ টাকা ৬৪ পয়সা এবং ২০২১ সালে ১৬ টাকা ৩১ পয়সা।
পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের ভিতরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০১৭ সালে ১ টাকা ৮৫ পয়সা, ২০১৮ সালে ১ টাকা ৯৬ পয়সা, ২০১৯ সালে ১ টাকা ৮১ পয়সা, ২০২০ সালে ৯৬ পয়সা এবং ২০২১ সালে ১ টাকা ২৫ পয়সা।
জানা যায়, ২০২১-২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে ৩৩ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্যপর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৪ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের, ২০১৮ সালে ৭ শতাংশ, ২০১৯ সালে ৮ শতাংশ, ২০২০ সালে ৮শতাংস,২০২১সালে ১০ শতাংস নগদ লভ্যাংশ প্রদান করেছে। কোম্পানিটি গত ৪ বছরে মধ্যে ২০১৮ সালে ১০ শতাংশ, ২০১৯ সালে ১০ শতাংশ, ২০২০ সালে ৮ শতাংস,২০২১সালে ১০ শতাংস বোনাস শেয়ার ঘোষণা করেন।
গত একবছরে দর ওঠানামা হয়েছে ২১.৫০-৩৬.৭০ টাকা । গতকালকের ক্লোজিং মূল্য ২৪.৭০ টাকা। আজকের ওপেনিং মূল্য ২৪.৭০ টাকা।
জানা যায়, ২০২১-২০২২ হিসাব বছরে ‘জুলাই-জুনে’ সঞ্চয় ও বাড়তি আয়/(লোকসান) ৬৯ কোটি ৫৫ লাখ টাকা। হালনাগাদ প্রান্তিক প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটির মূল্য ও আয় অনুপাত (পিই রেশিও ) ১৮.৭১ এবং বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে ১৯.৭৬।
পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ২০০ কোটি অনুমোদিত মূলধন নিয়ে ২০১৮ সালে দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমান ১৪৩ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা । কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৬২২ টি । অভিহিত মূল্য ১০ টাকা। তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫৩.২৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬.৭৩ শতাংশ শেয়ার,বিদেশীদের হাতে রয়েছে ১.৫৪ শতাংস শেয়ার, বাকি ৩৮.৪৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।বাজারে তালিকাভূক্ত ’বস্ত্র’ খাতের এ কোম্পানিটি বর্তমানে ” এ ” ক্যাটাগরিতে অবস্থান করেছে।