Corporate Sangbad | Online Bangla NewsPaper
বিনোদন

চেকআপের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ডিপজল

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনা করছেন। আগামী সপ্তাহে সিঙ্গাপুর যাচ্ছেন এই অভিনেতা। নিয়মিত শরীর চেকআপের অংশ হিসেবেই সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানান তার মেয়ে ওলিজা মনোয়ার।

ওলিজা মনোয়ার বলেন, ‘নিয়মিত শরীর চেকআপ করাতে সিঙ্গাপুর যান বাবা। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে সিঙ্গাপুর যাবেন তিনি। এরপর ডাক্তারের পরামর্শ নিয়ে ঢাকায় ফিরবেন। ডাক্তারের পরামর্শের ওপর নির্ভর করছে কবে নাগাত ঢাকায় ফিরবেন।’

ঢাকায় ফিরে ডিপজল নতুন সিনেমায় হাত দেবেন বলে জানা গেছে। এ ছাড়া, ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ডিপজলকন্যা ওলিজা মনোয়ার মেঘলার পরিচালনায় ‘জিম্মি’ সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পায়।

অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের এই সিনেমাটির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এর চিত্রগ্রহণ করেছেন সবুজ। ডিপজলের পাশাপাশি এতে অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, বড়দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হানসহ আরও অনেকে।

আরো খবর »

ফের বড় পর্দায় অজয়-টাবু জুটি

উজ্জ্বল হোসাইন

অভিনেত্রী প্রভাকে আইনজীবীর লিগ্যাল নোটিশ

উজ্জ্বল হোসাইন

স্কটল্যান্ডে শুটিংয়ে আহত অক্ষয়

Tanvina