October 7, 2024 - 6:29 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্য৮ মাসের মধ্যে সর্বোচ্চ আকরিক লোহার দাম

৮ মাসের মধ্যে সর্বোচ্চ আকরিক লোহার দাম

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম বাড়ছেই। শুক্রবারও (৩ মার্চ) শক্ত ধাতুটির মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে। গত ৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আগামীতে ইস্পাতের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেতে পারে। এ সংক্রান্ত সব সূচক অনুকূলে আছে। সেই আভাসে আকরিক লোহার দর বেড়েছে।

চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার সরবরাহ চুক্তি মূল্য বৃদ্ধি পেয়েছে ১.০৪ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৯১৯ ইউয়ান বা ১৩৩ ডলার ১০ সেন্টে। গত জুনের পর যা সবচেয়ে বেশি।

অন্যদিকে, সিঙ্গাপুর এক্সচেঞ্জ বেঞ্চমার্কে সবচেয়ে সক্রিয় লৌহ আকরিকের আগামী এপ্রিল মাসের দর বেড়েছে ০.০২ শতাংশ। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১২৬ ডলার ৪ সেন্টে।

সাংহাইভিত্তিক এক আকরিক লোহা ব্যবসায়ী বলেন, বিশ্বের শিল্প-কারখানায় ইস্পাত উৎপাদন দ্রুতগতিতে বাড়ছে। কিন্তু সেই তুলনায় আকরিক লোহার মজুত নেই। ফলে কঠিন ধাতুটির মূল্য বৃদ্ধি পেয়েছে।

তবে নাম প্রকাশ করেননি ওই ব্যবসায়ী। কারণ, এ নিয়ে গণমাধ্যমে কথা বলার এখতিয়ার তার নেই।

বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী চীন। কনসাল্টেন্সি ফার্ম মাইস্টিলের তথ্য দেখা গেছে, দেশটিতে আগামী মার্চ পর্যন্ত ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস পরিচালন হার দাঁড়িয়েছে ৮১.০৭ শতাংশ। আগের বছরের চেয়ে যা রেকর্ড ৬.৩৫ শতাংশ বেশি।

অন্যদিকে, বন্দরগুলোতে আকরিক লোহার মজুত প্রতি সপ্তাহে ২.২৩ মিলিয়ন টন কমছে। বর্তমানে তা ১৪০ মিলিয়ন টনে দাঁড়িয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ