নিজস্ব প্রতিবেদক : গাজীপুর জেলার সদর এলাকা হতে বাগেরহাট জেলার মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটির আলোচিত ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুব্রত কুমার পল্টুকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে গাজীপুর জেলার সদর এলাকা হতে বাগেরহাট জেলার মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটির আলোচিত ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুব্রত কুমার পল্টু (৩৫) কে গ্রেফতার করে র্যাব-৩।
বুধবার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার এফআইআর নং-৪/৪৬১, তারিখ-০৪/১০/২০১৮, ধারা- ১৪৩/৩৪২/৩০২/৩২৬/৩৪/৩৮০/৪২৭/৪৪৮/৪৩৫ পেনাল কোড-১৮৬০ এর ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত কর্তৃক উক্ত মামলার রায় ঘোষনা করা হয়। উক্ত রায়ে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।