মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড চালু করেছে ‘উদয়ন’ নামে নতুন একটি প্রকল্প। ব্যাংকটি এ প্রকল্পের আওতায় দেশের শিক্ষিত মেধাবী তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার নিমিত্তে ব্যবসা শুরুর জন্য অর্থায়ন করছে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এরই মধ্যে নতুন কয়েকটি প্রতিষ্ঠানে সিড ক্যাপিটাল হিসেবে অর্থ বিনিয়োগ করেছে। ইন্টারনেটভিত্তিক দূরশিক্ষণের ওয়েব পোর্টাল ‘এসো শিখি ডটকম’ ব্যাংকটির বিনিয়োগ পেয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টার্টআপ প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম তানভীর।
প্রশ্ন: এসো শিখি ডটকম কী ধরনের সেবা দিচ্ছে?
এস এম তানভীর: ডিজিটাল শিক্ষা ছড়িয়ে দিতে কাজ করছে এসো শিখি ডটকম। বাংলাদেশের মূল ধারার শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ক্লাসে যাচ্ছে, পড়াশোনা করছে ও পরীক্ষা দিচ্ছে, যা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। স্কুল ও কলেজের পাশাপাশি প্রাইভেট টিউটর বা কোচিং সেন্টারগুলোর দ্বারস্থ হচ্ছে। এক্ষেত্রে এসো শিখি ডটকম ইন্টারনেট ও ডিভাইসের মাধ্যমে কারিকুলামভিত্তিক ডিজিটাল শিক্ষা দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য ক্লাস, পরীক্ষা, শিক্ষকের সহায়তা এবং কোর্স উপাদান খুবই গুরুত্বপূর্ণ। এসো শিখি ডটকম এ বিষয়গুলোর পূর্ণাঙ্গ সমাধান দিতে বিষয়ভিত্তিক ভিডিও লেকচার সরবরাহ করছে। এসব ভিডিও লেকচারের প্রতিটি অ্যানিমেটেড। বিজ্ঞানের অনেক জটিল বিষয় অ্যানিমেশন করে দেয়া হলে, তা শিক্ষার্থীদের জন্য সহজেই বোধগম্য হয়। এসো শিখি ডটকমে তাত্ক্ষণিক প্রশ্ন করার সুবিধা রয়েছে। আমরা এখনো ২৪ ঘণ্টা তাত্ক্ষণিক শিক্ষক সহায়তা চালু করতে পারিনি। তবে শিগগিরই চালু করা হবে। আপাতত ২৪ ঘণ্টার মধ্যে যেকোনো সমস্যার সমাধান দিচ্ছি। এর বাইরে জব প্রস্তুতি বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ডিজিটাল শিক্ষা উপাদান সরবরাহ করছি।
প্রশ্ন: উদ্যোক্তা হিসেবে ডিজিটাল শিক্ষা খাত বেছে নিলেন কেন?
এস এম তানভীর: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। প্রথম বর্ষের ছাত্রাবস্থা থেকে পড়ানোর সঙ্গে জড়িত ছিলাম। পড়াতে গিয়ে মনে হয়েছিল, সব স্কুল-কলেজে ভালো শিক্ষক নেই। অথবা আমরা যাকে ভালো শিক্ষক মনে করছি, তিনি যে শিক্ষা দিচ্ছেন, সেটা খুব বেশি কার্যকর নয়। বিষয়টা শিক্ষার্থীদের জন্য বড় একটা সমস্যা ছিল। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ডিজিটাল শিক্ষাসেবা সরবরাহের সিদ্ধান্ত নিই। এবং এসো শিখি ডটকম নিয়ে কার্যক্রম শুরু করি। ডিজিটাল শিক্ষা গ্রহণের প্রবণতা বাড়লে আগামী পাঁচ-ছয় বছরের মধ্যে আর কোনো শিক্ষার্থীকে কোচিং বা প্রাইভেট টিউটরের দ্বারস্থ হতে হবে না।
ইন্টারনেট এবং প্রযুক্তির সহায়তায় এসো শিখি ডটকম কোন ধরনের শিক্ষামূলক কনটেন্ট সরবরাহ করছে?
বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার পুরোটা নিয়ে আমরা ডিজিটাল কনটেন্ট সরবরাহ করব। আপাতত এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং জব প্রস্তুতির জন্য ডিজিটাল কনটেন্ট সরবরাহ করছি। শিগগিরই সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণীর কারিকুলাম অনুযায়ী ডিজিটাল কনটেন্ট এসো শিখি ডটকমে যোগ করা হবে।
আরও পড়ুন: কর্মী ব্যবস্থাপনায় সফটওয়্যারভিত্তিক সেবা দিচ্ছি: ইরাম রহমান
ইন্টারনেটভিত্তিক দূরশিক্ষণের ওয়েব পোর্টাল এসো শিখি ডটকম থেকে কারা শিক্ষা নিতে পারবে?
বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা কারিকুলাম অনুযায়ী ডিজিটাল কনটেন্ট সরবরাহ করছি। কাজেই সব ধরনের শিক্ষার্থী এ প্লাটফর্ম থেকে শিক্ষা নিতে পারবে।
প্রশ্ন: ডিজিটাল শিক্ষা সম্প্রসারণের বাধাগুলো কী কী?
এস এম তানভীর: ডিজিটাল শিক্ষা সম্প্রসারণের একটি বাধা হলো ইন্টারনেট পেনিট্রেশন। ইন্টারনেট সহজলভ্য হলেও এখনো সবার হাতে পৌঁছায়নি। ডিজিটাল শিক্ষা সম্প্রসারণের সবচেয়ে বড় বাধা হলো আমাদের মানসিকতা। গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে ডিজিটাল শিক্ষা নিতে সবার আগে মানসিকতা পরিবর্তন করতে হবে।
প্রশ্ন: এসো শিখি ডটকম সরকারি বা বেসরকারি সহায়তা পেয়েছে কী?
এস এম তানভীর: বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা পাইনি। তবে বিডিভেঞ্চারের কাছ থেকে এরই মধ্যে বিনিয়োগ পেয়েছি।
প্রশ্ন: রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের চাহিদা পূরণে এসো শিখি ডটকম কতটুকু সহায়ক বলে মনে করেন?
এস এম তানভীর: রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আমাদের সেবা আরো বেশি কার্যকর। কারণ ঢাকার স্কুল-কলেজগুলোয় অনেক ভালো শিক্ষক রয়েছেন। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের স্কুল-কলেজে ভালো শিক্ষকের ঘাটতি রয়েছে। দেখা যাচ্ছে, পরীক্ষায় ভালো ফলাফল এনে দিতে পারছে। কিন্তু চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থীদের কিছু বিষয় অজানাই থেকে যাচ্ছে। যেহেতু বাছাইকৃত শিক্ষকদের মাধ্যমে আমাদের ভিডিও লেকচারগুলো তৈরি করছি, কাজেই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা এসো শিখি ডটকম থেকে বেশি উপকৃত হবে।
প্রশ্ন: এসো শিখি ডটকম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?
এস এম তানভীর: বাংলাদেশের সর্বত্র এবং প্রত্যেক শিক্ষার্থীর কাছে এসো শিখি ডটকমের সেবা পৌঁছাতে চাই।
প্রশ্ন: মার্কেন্টাইল ব্যাংকের উদয়ন প্রকল্প আপনার স্বপ্ন বাস্তবায়নে কতটুকু সহায়তা দিতে পেরেছে?
এস এম তানভীর: মার্কেন্টাইল ব্যাংক উদয়ন প্রকল্পের মাধ্যমে এসো শিখি ডটকমে যে বিনিয়োগ করেছে এবং লাগাতার সমর্থন দিয়ে যাচ্ছে, তা আমার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কারণ একজন উদ্যোক্তাকে আর্থিক সমর্থন পেতে অনেক বেশি কষ্ট করতে হয়। কেউ আর্থিক সমর্থন দিতে চায় না। এক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় একটি প্রাইভেট ব্যাংক আমার সঙ্গে আছে এর চেয়ে বড় সমর্থন আর কী হতে পারে? এসো শিখি ডটকমের ওয়ার্কিং ক্যাপিটাল মার্কেন্টাইল ব্যাংকের কাছ থেকে পেয়েছি, যা আমাদের প্রবৃদ্ধির জন্য খুবই জরুরি ছিল।
সৌজন্যে: দৈনিক বণিক বার্তা