November 26, 2024 - 2:48 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যদেশে ১০ কোটি টাকার বেশি সম্পদধারীর সংখ্যা বেড়েছে ৪৩ শতাংশ

দেশে ১০ কোটি টাকার বেশি সম্পদধারীর সংখ্যা বেড়েছে ৪৩ শতাংশ

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালে দেশে ৫০ কোটি ডলার বা ৫ হাজার কোটি টাকার বেশি পরিমাণের সম্পদ আছে—এমন ব্যক্তির সংখ্যা ছিল ২১। ২০২১ সালে দেশে ১০ কোটি টাকার বেশি সম্পদধারী ব্যক্তির সংখ্যা বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। তখন মোট ২৮ হাজার ৯৩১ জনের সম্পদ ছিল ১০ লাখ থেকে ৫০ লাখ ডলারের মধ্যে (১০ কোটি ৭০ লাখ থেকে ৫৩ কোটি ৫০ লাখ টাকা)।

ক্রেডিট সুইস রিসার্চ ইনস্টিটিউটের তৈরি করা তথ্যভান্ডারের সর্বশেষ প্রকাশিত ২০২২ সালের সংস্করণে এসব তথ্য পাওয়া গেছে।

তবে ২০২১ সালে দেশে ১০ কোটি টাকার বেশি সম্পদধারী ব্যক্তির সংখ্যা ৪৩ শতাংশ বাড়লেও ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয় ১৯ শতাংশ। তবে দেশের ধনীর সংখ্যা বাড়লেও জিডিপির সাপেক্ষে রাজস্বের অনুপাত বাড়ছে না।

এ ছাড়া ২০২০ সালের শেষে দেশে ১ মিলিয়ন ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী ১০ কোটি ৭০ লাখ টাকার সমপরিমাণ) বা এর বেশি সম্পদের মালিক ছিলেন ৩০ হাজার ৫৫৯ জন। ২০২০ সালে এ সংখ্যা ছিল ২১ হাজার ৩৯৯।

তথ্যভান্ডার অনুযায়ী, ২০২১ সাল শেষে দেশে ৫০ কোটি ডলারের বেশি (৫ হাজার ৩৫০ কোটি টাকার বেশি) সম্পদ ছিল ২১ ব্যক্তির কাছে। এ সময় ১০ থেকে ৫০ কোটি ডলারের (১ হাজার ৭০ কোটি থেকে ৫ হাজার ৩৫০ কোটি টাকা) সম্পদ ছিল ৪৩ ব্যক্তির। এ ছাড়া ৫-১০ কোটি ডলারের (৫৩৫ কোটি থেকে ১ হাজার ৭০ কোটি টাকা) সম্পদ ছিল ৩৯ ব্যক্তির হাতে। ৪০০ ব্যক্তির হাতে ছিল ১-৫ কোটি ডলারের (১০৭ কোটি থেকে ৫৩৫ কোটি টাকা) সমপরিমাণ সম্পদ। ৫০ লাখ থেকে ১ কোটি ডলারের (৫৩ দশমিক ৫ কোটি থেকে ১০৭ কোটি টাকা) সমপরিমাণ সম্পদ ছিল ১ হাজার ১২৫ জনের।

এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশের ১ লাখ ৬ হাজার ৫২০টি ব্যাংক হিসাবে কোটি টাকা বা তার চেয়ে বেশি অর্থ ছিল।

যে দেশের শ্রমশক্তির ৮০ শতাংশের বেশি অনানুষ্ঠানিক খাতে কাজ করে, সেই দেশে কোটিপতির প্রকৃত সংখ্যা কত, তার হিসাব পাওয়া প্রায় অসম্ভব বলেই মনে করেন বিশ্লেষকেরা। অনানুষ্ঠানিক অর্থনীতির লেনদেন ব্যাংকিং বা আনুষ্ঠানিক চ্যানেলে হয় না।

ক্রেডিট সুইসের প্রতিবেদনে বলা হয়েছে, ২১৭টি দেশ ও অর্থনৈতিকভাবে স্বতন্ত্র অঞ্চলের (হংকংয়ের মতো বিশেষ প্রশাসনিক অঞ্চল) সম্পদের বণ্টন সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে এই তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। এটা তৈরি হয়েছে তিন ধাপে। প্রথম ধাপে সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলগুলোর গড় সম্পদের বণ্টন হিসাব করা হয়েছে।

বিভিন্ন দেশের সরকারি সংস্থার খানা জরিপের তথ্য ব্যবহার করেছে তারা। যেসব দেশের খানা জরিপের তথ্য পাওয়া যায়নি, সেই দেশগুলোর অর্থনৈতিক পরিসংখ্যানের ভিত্তিতে সম্পদের বণ্টন গাণিতিকভাবে বের করা হয়েছে। অনেক দেশেরই আবার পর্যাপ্ত তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। সংশ্লিষ্ট উপ-অঞ্চলের গড় সম্পদ, জিডিপির অনুপাত, বিভিন্ন উপাত্তের ভিত্তিতে রিগ্রেশন অ্যানালাইসিসসহ পরিসংখ্যানের বিভিন্ন পদ্ধতির প্রয়োগ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন,২০২৪ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪০৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪০৯তম সভাআজ (২৫ নভেম্বর) সোমবার অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের...

এসবিএসি ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : এসবিএসিব্যাংক পিএলসি. মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে অতিথি আলোচক...

একনেক সভায় ৬০০০ কোটি টাকা ব্যয়ে ৫ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৫ হাজার ৯১৫ কোটি ৯৯ টাকা ব্যয় সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। সোমবার...

বোর্ড সভার তারিখ জানাল ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি ডিভিডেন্ড-ইপিএস ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ৪টি...

ডিএসইতে সূচকের পতনে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ নভেম্বর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন কিছুটা বেড়েছে। কমেছে...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: দেশের সর্বনিম্ন তাপমাত্রা দু'দিন ধরে বিরাজ করছে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সোমবার (২৫শে নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় এখানে দেশের সর্বনিম্ন...