January 16, 2025 - 7:44 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যদেশে ১০ কোটি টাকার বেশি সম্পদধারীর সংখ্যা বেড়েছে ৪৩ শতাংশ

দেশে ১০ কোটি টাকার বেশি সম্পদধারীর সংখ্যা বেড়েছে ৪৩ শতাংশ

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালে দেশে ৫০ কোটি ডলার বা ৫ হাজার কোটি টাকার বেশি পরিমাণের সম্পদ আছে—এমন ব্যক্তির সংখ্যা ছিল ২১। ২০২১ সালে দেশে ১০ কোটি টাকার বেশি সম্পদধারী ব্যক্তির সংখ্যা বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। তখন মোট ২৮ হাজার ৯৩১ জনের সম্পদ ছিল ১০ লাখ থেকে ৫০ লাখ ডলারের মধ্যে (১০ কোটি ৭০ লাখ থেকে ৫৩ কোটি ৫০ লাখ টাকা)।

ক্রেডিট সুইস রিসার্চ ইনস্টিটিউটের তৈরি করা তথ্যভান্ডারের সর্বশেষ প্রকাশিত ২০২২ সালের সংস্করণে এসব তথ্য পাওয়া গেছে।

তবে ২০২১ সালে দেশে ১০ কোটি টাকার বেশি সম্পদধারী ব্যক্তির সংখ্যা ৪৩ শতাংশ বাড়লেও ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয় ১৯ শতাংশ। তবে দেশের ধনীর সংখ্যা বাড়লেও জিডিপির সাপেক্ষে রাজস্বের অনুপাত বাড়ছে না।

এ ছাড়া ২০২০ সালের শেষে দেশে ১ মিলিয়ন ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী ১০ কোটি ৭০ লাখ টাকার সমপরিমাণ) বা এর বেশি সম্পদের মালিক ছিলেন ৩০ হাজার ৫৫৯ জন। ২০২০ সালে এ সংখ্যা ছিল ২১ হাজার ৩৯৯।

তথ্যভান্ডার অনুযায়ী, ২০২১ সাল শেষে দেশে ৫০ কোটি ডলারের বেশি (৫ হাজার ৩৫০ কোটি টাকার বেশি) সম্পদ ছিল ২১ ব্যক্তির কাছে। এ সময় ১০ থেকে ৫০ কোটি ডলারের (১ হাজার ৭০ কোটি থেকে ৫ হাজার ৩৫০ কোটি টাকা) সম্পদ ছিল ৪৩ ব্যক্তির। এ ছাড়া ৫-১০ কোটি ডলারের (৫৩৫ কোটি থেকে ১ হাজার ৭০ কোটি টাকা) সম্পদ ছিল ৩৯ ব্যক্তির হাতে। ৪০০ ব্যক্তির হাতে ছিল ১-৫ কোটি ডলারের (১০৭ কোটি থেকে ৫৩৫ কোটি টাকা) সমপরিমাণ সম্পদ। ৫০ লাখ থেকে ১ কোটি ডলারের (৫৩ দশমিক ৫ কোটি থেকে ১০৭ কোটি টাকা) সমপরিমাণ সম্পদ ছিল ১ হাজার ১২৫ জনের।

এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশের ১ লাখ ৬ হাজার ৫২০টি ব্যাংক হিসাবে কোটি টাকা বা তার চেয়ে বেশি অর্থ ছিল।

যে দেশের শ্রমশক্তির ৮০ শতাংশের বেশি অনানুষ্ঠানিক খাতে কাজ করে, সেই দেশে কোটিপতির প্রকৃত সংখ্যা কত, তার হিসাব পাওয়া প্রায় অসম্ভব বলেই মনে করেন বিশ্লেষকেরা। অনানুষ্ঠানিক অর্থনীতির লেনদেন ব্যাংকিং বা আনুষ্ঠানিক চ্যানেলে হয় না।

ক্রেডিট সুইসের প্রতিবেদনে বলা হয়েছে, ২১৭টি দেশ ও অর্থনৈতিকভাবে স্বতন্ত্র অঞ্চলের (হংকংয়ের মতো বিশেষ প্রশাসনিক অঞ্চল) সম্পদের বণ্টন সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে এই তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। এটা তৈরি হয়েছে তিন ধাপে। প্রথম ধাপে সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলগুলোর গড় সম্পদের বণ্টন হিসাব করা হয়েছে।

বিভিন্ন দেশের সরকারি সংস্থার খানা জরিপের তথ্য ব্যবহার করেছে তারা। যেসব দেশের খানা জরিপের তথ্য পাওয়া যায়নি, সেই দেশগুলোর অর্থনৈতিক পরিসংখ্যানের ভিত্তিতে সম্পদের বণ্টন গাণিতিকভাবে বের করা হয়েছে। অনেক দেশেরই আবার পর্যাপ্ত তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। সংশ্লিষ্ট উপ-অঞ্চলের গড় সম্পদ, জিডিপির অনুপাত, বিভিন্ন উপাত্তের ভিত্তিতে রিগ্রেশন অ্যানালাইসিসসহ পরিসংখ্যানের বিভিন্ন পদ্ধতির প্রয়োগ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

কর্পোরেট সংবাদ ডেস্ক : লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডা. ফয়েজ আহমদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক...

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা বর্ষ ২০২৫ এর শুভ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২৫ সালের ব্যবসা বর্ষ উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। কুরআন তিলাওয়াত ও কেক...

শীতার্তদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

কর্পোরেট ডেস্ক: দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি বছরের ন্যায় এবছরও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার...

ঐক্যের মাঝে এ সরকারের জন্ম, একতাই শক্তি: ড. ইউনূস

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঐক্যের মাঝে অন্তর্বর্তী সরকারের জন্ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ৫ জুলাইয়ের পুরো অনুভূতিটাই ছিল...

খেলাপি বিনিয়োগ আদায়ে ইউনিয়ন ব্যাংকের অবস্থান কর্মসূচী

কর্পোরেট ডেস্ক: গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং ব্যাংকের ভিত অধিকতর শক্তিশালীকরণের লক্ষ্যে ইউনিয়ন ব্যাংক পিএলসি নতুন বছরে খেলাপি বিনিয়োগের টাকা আদায়ের লক্ষ্যে নানাবিধ কর্মসূচী গ্রহণ...

দশ ট্রাক অস্ত্র মামলায় আরও ৫ জনের মুক্তি

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আরও পাঁচজনের মুক্তি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩ টার সময় হাইসিকিউরিটি...

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ভুয়া চিকিৎসককে পুলিশে সোপর্দ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় ভুল চিকিৎসায় নাওশিন নামের ১৪ মাসের এক মেয়ে শিশুর মৃত্যুর অভিযোগে ভুয়া চিকিৎসক জাবেদ ইকবাল বাবুকে স্থানীয়রা পুলিশে সোপর্দ...

ওয়ালটন প্রথম জাতীয় নারী ও পুরুষ ল্যাক্রোস প্রতিযোগিতা শুক্রবার শুরু

স্পোর্টস ডেস্ক: ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি’র পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং এশিয়া ল্যাক্রোস ইউনিয়নের সহযোগিতায় আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি, ২০২৫) থেকে...