নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সোনালী আঁশ লিমিটেড। আজ শেয়ারটির দর ২৭ টাকা ৬০ পয়সা বা ৬.৮৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৩৮২ বারে ১ লাখ ২৯ হাজার ৮৯২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা বা ৪.০১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৭২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি মনোস্পুল লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা ৩ পয়সা বা ৮০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ণ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, বিকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেমিনি সী ও সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।