মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
শিরোনাম
খেলাধূলা

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ:

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরে মালদ্বীপকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 

রোববার (২৫ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়েছে সাবিনা খাতুনের দল।

থাইল্যান্ডের ব্যাংককে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন সাবিনা-মাসুরারা। যদিও ম্যাচে অবশ্য আগে লিড নিয়েছিল মালদ্বীপ। খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যে ডিফেন্ডার মাসুরা পারভীনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ দলটি। সাবিনার পেনাল্টি গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

১৩ মিনিটে বক্সের সামনে থেকে ফ্রি কিকে সরাসরি জালে বল জড়ালে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় বাংলাদেশ। তিন মিনিট পর বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে দারুণ শটে দলের লিড দ্বিগুণ করেন কৃষ্ণা রানী। পরের মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে গোলমুখের সামনে থাকা লিপিকে বল বাড়িয়ে দেন নিলুফা নীলা। সহজেই ব্যবধান ৪-১ করেন লিপি।

খানিক বাদে মাসুরার ছোট কর্নারের পর লিপির আলতো টোকায় আরও এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে শেষ পর্যন্ত ৬-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লাল সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে আরও ৮ গোল দেয় বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১। ৬ ম্যাচে বাংলাদেশ ৩৮ গোল করেছে,  বিপরীতে হজম করেছে মাত্র ৯ গোল।

এবারের আসরে শুধু একটি ম্যাচে জয়বঞ্চিত ছিল বাংলাদেশের মেয়েরা। ভুটানের বিপক্ষে ওই ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছিল সাবিনারা। বাকি সব ম্যাচেই তুলে নেয় লাল সবুজরা। আর শেষ ম্যাচটাই তো একেবারে প্রতিপক্ষকে উড়িয়েই দিয়েছে মেয়েরা।

 ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। ভুটান ম্যাচের পরবর্তী তিন ম্যাচে যথাক্রমে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়েছিল। তাতেই শিরোপার পথ খুলে গিয়েছিল সাবিনাদের। তবে শেষ ম্যাচে কোনো অঘটন হলে সুযোগ পেয়ে যেতো ভুটান। কিন্তু তাদের সে সুযোগ দেয়নি লাল সবুজরা। যদিও এদিন মালদ্বীপের বিপক্ষে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল দল।

এই সম্পর্কিত আরো