মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
শিরোনাম
খেলাধূলা

বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ, জায়গা পেল স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টির দশম আসর অনুষ্ঠিত হওয়ার কথা।

শনিবার (২৪ জানুয়ারি) ভারতের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে আজ শনিবার সকালে চিঠি লিখেছে আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা।

এই বদলের ফলে স্কটল্যান্ড প্রাথমিক পর্বের গ্রুপ ‘সি’-তে জায়গা পেয়েছে। গ্রুপ পর্বে তারা কলকাতায় খেলবে ওয়েস্ট ইন্ডিজ (৭ ফেব্রুয়ারি), ইতালি (৯ ফেব্রুয়ারি) এবং ইংল্যান্ডের বিপক্ষে (১৪ ফেব্রুয়ারি)। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।

গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার মূল আলোচ্য বিষয় ছিল- বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত। আইসিসি এ বিষয়ে পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দিলেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ।

এরপরই কঠোর সিদ্ধান্ত নেয় আইসিসি। সংস্থাটি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয় বলে জানা গেছে। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে ‘সি’ গ্রুপে। স্কটল্যান্ড গ্রুপ পর্বে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। এই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। গ্রুপের শেষ ম্যাচে তারা মুম্বাইয়ে মুখোমুখি হবে নেপালের।

ক্রিকবাজ জানিয়েছে, এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দুবাই ও এডিনবার্গের মধ্যে এ সংক্রান্ত যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।

এদিকে ইন্ডিয়া টুডে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে আইসিসি জানিয়ে দিয়েছে যে তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ওই বৈঠকে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নির্ধারণ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়। তবে ডিআরসি সেই আপিল খারিজ করে দেয় এবং আইসিসির সিদ্ধান্ত বহাল রাখে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ার ফলে ক্রিকেটীয় ক্ষতির পাশাপাশি বিসিবির বড় ধরনের আর্থিক ক্ষতিও হবে। ভারতীয় গণমাধ্যমের দাবি, বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৩৩০ কোটি টাকা। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, এতে তাদের বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ ক্ষতি হতে পারে।

পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকা। সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং আর্থিক বছরের অন্যান্য আয় হারানোর কারণে এই সিদ্ধান্তের ফলে মোট বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ ক্ষতি হতে পারে।

উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের সব ম্যাচই ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার ও বিসিবি ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়। এই সিদ্ধান্তের জেরেই তৈরি হয় চলমান সংকট।

 

এই সম্পর্কিত আরো