স্পোর্টস ডেস্ক: জমকালো লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের। শুক্রবার (২৪ জানুয়ারি) ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স।
দলগত নৈপুণ্যে রাজশাহী চ্যাম্পিয়ন হলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন অন্যান্য দলের ক্রিকেটাররাও। এক নজরে দেখে নেওয়া যাক এবারের আসরের সেরা পারফর্মারদের তালিকা।
এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক সিলেট টাইটান্সের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। ১২ ম্যাচে ৩৯.৫০ গড় আর ১৩২.৯৯ স্ট্রাইকরেটে ৩৯৫ রান করে সবার ওপরে তিনি।
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রংপুর রাইডার্সের তাওহীদ হৃদয়। ১১ ম্যাচে তার সংগ্রহ ৩৮২ রান। এরপরই আছেন চ্যাম্পিয়ন দল রাজশাহীর দুই ব্যাটার তানজিদ হাসান তামিম (৩৫৬ রান) ও নাজমুল হোসেন শান্ত (৩৫৫ রান)। পঞ্চম স্থানে আছেন রংপুরের ইংলিশ ব্যাটার ডেভিড মালান (৩০০ রান)।
এবারের আসরে মোট চারটি সেঞ্চুরি দেখা গেছে। তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয় ও হাসান ইসাখিল শতকের দেখা পেয়েছেন। আসরের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটিও তাওহীদ হৃদয়ের (১০৯ রান)।
বল হাতে এবারের আসরটি ছিল রেকর্ডের। ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন চট্টগ্রাম রয়্যালসের শরিফুল ইসলাম। তিনি ছাড়িয়ে গেছেন গত আসরে তাসকিনের ২৫ উইকেটের রেকর্ডকে।
১৮ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে সিলেটের নাসুম আহমেদ। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে চমক দেখিয়েছেন রাজশাহীর রিপন মন্ডল। এছাড়া সমান ১৬টি করে উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ, বিনুরা ফার্নান্দো ও মুস্তাফিজুর রহমান।
সর্বোচ্চ ছক্কা : সিলেটের পারভেজ ইমন ও রাজশাহীর তানজিদ তামিম—দুজনই ১৯টি করে ছক্কা হাঁকিয়েছেন।
সেরা বোলিং ফিগার : ৯ রানে ৫ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।
ফিল্ডিং : টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১০টি করে ক্যাচ নিয়েছেন লিটন দাস ও তানজিদ তামিম।
রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চট্টগ্রামের পেসার শরিফুল ইসলাম।