বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
শিরোনাম
১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: - ভোটের আগে-পরে মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক নির্বাচনে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি: ইসি আনোয়ারুল শ্রীপুরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন সিস্টেম আপগ্রেডেশন: - সাময়িক বন্ধ থাকবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭০ কোটি ডলার রেকর্ড দামে বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা সমাধান করা হবে: তারেক রহমান শিগগিরই ওমানে খুলছে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার
খেলাধূলা

টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অনেক চড়াই-উৎরাই পার করে টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করেছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান মোটেও ভাল নয়। এই ২৫ বছরে ১৫৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় মাত্র ২৩টিতে। হার ১১২টিতে। তিন ম্যাচ ইনিংস ব্যবধানে জয় পেলেও ৪৭টি হেরেছে ইনিংস ব্যবধানে । এর মাধ্যমে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের দুর্বলতা স্পষ্টভাবেই ফুটে উঠে।

টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ও বড় হার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ঐ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪০০ রান করে টাইগাররা। বুলবুল ১৪৫ রানের নান্দনিক ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান করেন হাবিবুল বাশার সুমন।

প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেলেও, দ্বিতীয় ইনিংসে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। মাত্র ৯১ রানে গুটিয়ে যায় তারা। ভারতকে ৬৩ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ৯ উইকেটে নিজেদের অভিষেক টেস্ট হারে বাংলাদেশ।

টেস্টে শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ রান করেছে বাংলাদেশ। ২০১৩ সালে গল’এ ৬৩৮ রান করে টাইগাররা। টেস্টে এটিই একমাত্র ৬শ রান বাংলাদেশের।

টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন রান ৪৩। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৪৩ রানে অলআউট হয়েছিল টাইগাররা। এখন পর্যন্ত ১৩ বার ১শর নীচে অলআউট হয়েছে বাংলাদেশ।

দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ২০ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৮টি টেস্ট খেলেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে কাল থেকে শুরু হওয়া দুই টেস্টে খেললেই প্রথম বাংলাদেশি হিসেবে ১শ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মুশফিক।

মুশফিকুর রহিমের নেতৃত্বে সবচেয়ে বেশি টেস্ট খেলেছে বাংলাদেশ। তার অধীনে ৩৪ ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে টাইগাররা।

দেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিক। ১২টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৮.১২ গড়ে ৬৩২৮ রান করেছেন তিনি।

টেস্টে সর্বোচ্চ রানের ইনিংসও মুশফিকের। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান করেন তিনি।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড সাকিব আল হাসানের। ৭১ টেস্টে ২৪৬ উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল ইসলাম। ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নেন তিনি। যা এখন পর্যন্ত টেস্টে কোন বাংলাদেশী বোলারের সেরা পরিসংখ্যান বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি তিনবার ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নিয়েছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।

উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল আছে লিটন দাসের। ৫০ টেস্টে ১১৪টি ডিসমিসাল করেছেন তিনি। সবচেয়ে বেশি ৪২টি ক্যাচ নিয়েছেন মোমিনুল হক।

জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ৩৫৯। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে ৩৫৯ রান করেছিলেন মুশফিক ও সাকিব।

এই সম্পর্কিত আরো

১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের আগে-পরে মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ

লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক

নির্বাচনে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি: ইসি আনোয়ারুল

শ্রীপুরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন

সিস্টেম আপগ্রেডেশন: সাময়িক বন্ধ থাকবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা

২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭০ কোটি ডলার

রেকর্ড দামে বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা সমাধান করা হবে: তারেক রহমান

শিগগিরই ওমানে খুলছে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার