বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
শিরোনাম
দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫ দাখিল পরীক্ষা শুরু ২১ এপ্রিল: পরীক্ষার্থীদের বিশেষ নির্দেশনা অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা ভোটের আগে-পরে নির্দিষ্ট নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা: জরুরি সেবা ও দূরপাল্লা আওতামুক্ত ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: - ভোটের আগে-পরে মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক নির্বাচনে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি: ইসি আনোয়ারুল শ্রীপুরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
খেলাধূলা

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে তৃতীয় ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এই দাপুটে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিল মেহেদী হাসান মিরাজের দল। এর মধ্য দিয়ে দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে সৌম্য সরকার (৯১) ও সাইফ হাসানের (৮০) ১৭৬ রানের রেকর্ড গড়া জুটির ওপর ভর করে বাংলাদেশ ২৯৬ রানের বড় পুঁজি গড়েছিল।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংসের শুরুটা করেন সৌম্য-সাইফ জুটি। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উইন্ডিজ বোলাররা দিশেহারা হয়ে পড়ে। প্রায় ১০ বছর পর মিরপুরে দেখা যায় দেড়শোর্ধ্ব ওপেনিং জুটি। সাইফ হাসান আউট হন ৭২ বলে ৮০ রান করে, আর সৌম্য সরকার সেঞ্চুরি বঞ্চিত হয়ে ৮৬ বলে ৯১ রান করে বিদায় নেন।

দুই ওপেনারের বিদায়ের পর রানের গতি কিছুটা কমলেও, নুরুল হাসান সোহান (৮ বলে ১৬) এবং মেহেদী হাসান মিরাজ (১৭ বলে ১৭) শেষদিকে ব্যাট চালিয়ে দলের সংগ্রহ ২৯৬ রানে পৌঁছে দেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন।

২৯৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদ একাই উইন্ডিজের টপ অর্ডারের আলিক আথানাজে, ব্রেন্ডন কিং এবং আকিম আগুস্তেকে ফিরিয়ে দিয়ে প্রথম ধাক্কা দেন। মাত্র ৩৫ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা।

অধিনায়ক শাই হোপের (৪ রান) উইকেট নেন তানভীর ইসলাম। এরপর রিশাদ হোসেন ৩ উইকেট এবং নাসুম আহমেদ ৩ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে ধস নামান। রিশাদের শিকার শেরফান রাদারফোর্ড ও রোস্টন চেসের মতো ব্যাটাররা।

শেষদিকে জাস্টিন গ্রেইভস ১৫ রান ও আকিল হোসেন ২৭ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করলেও, মিরাজ ও তানভীরের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

বাংলাদেশের হয়ে রিশাদ ও নাসুম ৩টি করে এবং মিরাজ ও তানভীর ২টি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১১৭ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ ১৭৯ রানের বিশাল জয় নিশ্চিত করে সিরিজ নিজেদের করে নেয়।

এর আগে ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এর দেড় বছর পর আবারও সিরিজ ট্রফি হাতে তুলল টাইগাররা। ওপেনারদের আগ্রাসী ব্যাটিং ও স্পিনারদের বিধ্বংসী বোলিংসব মিলিয়ে মিরপুরে ছিল একদমই একতরফা বাংলাদেশি আধিপত্য।

এই সম্পর্কিত আরো

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

দাখিল পরীক্ষা শুরু ২১ এপ্রিল: পরীক্ষার্থীদের বিশেষ নির্দেশনা

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

ভোটের আগে-পরে নির্দিষ্ট নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা: জরুরি সেবা ও দূরপাল্লা আওতামুক্ত

১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের আগে-পরে মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ

লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক

নির্বাচনে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি: ইসি আনোয়ারুল

শ্রীপুরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন