বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
শিরোনাম
শেরপুরে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালনে ইসি’র নির্দেশ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, সংসদ সদস্যসহ নিহত ১৫ স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়লো ১৬ হাজার টাকা আ.লীগ থেকে বিএনপিতে যোগদানের পরদিনে দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫ সিরাজগঞ্জ জেলা কারাগারে ১২ বন্দীর পোস্টাল ব্যালটে ভোটের আবেদন টাইম ম্যাগাজিনের প্রতিবেদন: - আগামী নির্বাচনে তারেক রহমান ‘সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন’ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা একমি ল্যারেটরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
খেলাধূলা

উরুগুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ইকুয়েডরের কুইটোতে বুধবার (৩০ জুলাই) নারী কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ব্রাজিলের মেয়েরা। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ২ আগস্ট শনিবার দিনগত রাত ৩টায় ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।

ম্যাচের শুরুটা ভালোভাবেই করেছিল উরুগুয়ে। পঞ্চম মিনিটেই বেলেন অ্যাকুইনোর পাসে ওয়েন্ডি কারবায়োর শট দারুণভাবে ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক ক্লাউদিয়া। এরপর ব্রাজিল ঘুরে দাঁড়িয়ে গোল উৎসব শুরু করে। প্রথমার্ধের পুরোটাই ছিল ব্রাজিলের নিয়ন্ত্রণে।

১১ মিনিটে মার্তার ক্রস থেকে হেডে গোল করেন আমান্দা গুতিয়েরেস। এর ২ মিনিট পর ব্যবধান ২-০ করেন ফরোয়ার্ড জিও গারবেলিনি। ২৪ মিনিটে ইসা হাসকে বক্সে ফাউল করেন ফারিয়াস, পেনাল্টি পায় ব্রাজিল। মাথা ঠান্ডা রেখে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন মার্তা। দ্বিতীয়ার্ধে দুই দলই বেশকিছু সুযোগ পায়। ৫১ মিনিটে নিজেদের আত্মঘাতী গোল করে বসে ব্রাজিল, কর্নার থেকে আসা বল ইসা হাসের গায়ে লেগে বল নিজের জালেই জড়িয়ে যায়।

এরপর ৬৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে নিজের দ্বিতীয় গোল করেন আমান্দা। টুর্নামেন্টে এটি তার পঞ্চম গোল। ম্যাচের একদম শেষ দিকে ৮৬ মিনিটে ব্যবধান ৫-১ করেন দুদিনহা। এই জয়ে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও নিশ্চিত করেছে তারা। অলিম্পিকে অংশ নেবে মোট ১৬টি দল।

শনিবার দিনগত রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে ২ আগস্ট সকালে আর্জেন্টিনার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে উরুগুয়ে।

মেয়েদের কোপা আমেরিকার দশম আসর এটি। দক্ষিণ আমেরিকার নারীদের এই টুর্নামেন্টে রেকর্ড ৮ বার শিরোপা জিতেছে ব্রাজিল এবং একবার ২০০৬ সালে ঘরের মাটিতে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টটিতে সর্বশেষ ৪ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। টানা পঞ্চম শিরোপা জয়ের খুব কাছাকাছি এখন তারা।

আগের দিন প্রথম সেমিফাইনালে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠে কলম্বিয়া। আগামী শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে ব্রাজিল ও কলম্বিয়ার মেয়েদের মধ্যে শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে। যদিও এই দুটি দল গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচ ১-১ ড্র হয়। তবে বর্তমানে উভয় দলই অপরাজেয় অবস্থায় রয়েছে। ব্রাজিল ৫ ম্যাচে ৪টি জয় এবং ১টি ড্র অর্জন করেছে আর কলম্বিয়া ৩টি ম্যাচ জিতেছে এবং ২টি ম্যাচ ড্র করেছে।

এই সম্পর্কিত আরো

শেরপুরে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে

নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালনে ইসি’র নির্দেশ

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, সংসদ সদস্যসহ নিহত ১৫

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়লো ১৬ হাজার টাকা

আ.লীগ থেকে বিএনপিতে যোগদানের পরদিনে দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জ জেলা কারাগারে ১২ বন্দীর পোস্টাল ব্যালটে ভোটের আবেদন

টাইম ম্যাগাজিনের প্রতিবেদন: আগামী নির্বাচনে তারেক রহমান ‘সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন’

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

একমি ল্যারেটরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ