বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
শিরোনাম
শেরপুরে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালনে ইসি’র নির্দেশ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, সংসদ সদস্যসহ নিহত ১৫ স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়লো ১৬ হাজার টাকা আ.লীগ থেকে বিএনপিতে যোগদানের পরদিনে দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫ সিরাজগঞ্জ জেলা কারাগারে ১২ বন্দীর পোস্টাল ব্যালটে ভোটের আবেদন টাইম ম্যাগাজিনের প্রতিবেদন: - আগামী নির্বাচনে তারেক রহমান ‘সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন’ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা একমি ল্যারেটরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
খেলাধূলা

স্পেনকে কাঁদিয়ে আবারও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ইউরো নারী ফুটবলের রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে আবারও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রোববার (২৮ জুলাই) উইমেন’স ইউরোর ফাইনালে ১-১ গোল ড্র হওয়ার পর খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে, সেখানে ৩-১ ব্যবধানে জয় লাভ করে ইংল্যান্ড।

২০২৩ সালে নারীদের বিশ্বকাপে স্পেনের কাছে হেরে গিয়েছিল ইংল্যান্ড। সেই ঝাঁঝ মনে হয় ছিল ইংল্যান্ডের মেয়েদের মনে। তাইতো উইমেন’স ইউরোর ফাইনালে ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা স্পেনের বিপক্ষে প্রথমে গোল খেয়েও ঘুরে দাঁড়ায় তারা। ১-১ গোলে ড্র হওয়ার পর ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে।

১২০ মিনিটের লড়াই শেষ হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে স্পেনের স্বপ্ন ভাঙে ইংল্যান্ড। পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে জেতে ইংল্যান্ডের মেয়েরা। ২০২২ সালের পর এবারও টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে তারা। আগের আসরে জার্মানিকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ইংলিশ মেয়েরা।

মূল ম্যাচের মতো টাইব্রেকারের শুরুটাও বাজে হয় ইংল্যান্ডের। বেথ মিড পা পিছলে পড়ে গিয়ে ‘ডাবল টাচে’ বল জালে পাঠানোর পর পুনরায় শট নিতে হয় তাকে। এবার আর বল জালে জড়াতে পারেননি তিনি। তবে পরের চার শটের তিনটিই জালে জড়ান তারা।

এর আগে, মূল ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রাখে স্পেন। মোট শট নেয় ২২টি, লক্ষ্যে ছিল ৫টি। অন্যদিকে, ইংল্যান্ডের আট শটের পাঁচটি লক্ষ্যে ছিল। ২৫তম মিনিটে স্পেনকে এগিয়ে নিয়েছিলেন আর্সেনাল ফরোয়ার্ড মারিওনা কালদেন্তে। আর ৫৭তম মিনিটে ইংল্যান্ডকে সমতায় ফেরান আর্সেনালেরই ফরোয়ার্ড অ্যালেসিয়া রুশো।

অন্যদিকে, স্পেনের তারকা আইতানা বোনমাতিসহ স্পেনের তিন জন টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন। যার দুটি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। তাতে ইউরোর শিরোপা অধরাই থাকে স্পেনের। ১৯৮৪ সালে প্রথম আসরের পর এবারই প্রথম টাইব্রেকারে নিষ্পত্তি হলো উইমেন’স ইউরোর ফাইনাল।

নারীদের ইউরোতে ইংল্যান্ড ছাড়াও একাধিক চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে নরওয়ে এবং জার্মানির। নরওয়ে ইংল্যান্ডের সমান ২ বার জিতলেও রেকর্ড ৮ বার এই শিরোপা ঘরে তুলেছে জার্মানি।

আরও পড়ুন:

এশিয়া কাপের সূচি প্রকাশ, ‘বি’ গ্রুপে বাংলাদেশ

এই সম্পর্কিত আরো

শেরপুরে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে

নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালনে ইসি’র নির্দেশ

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, সংসদ সদস্যসহ নিহত ১৫

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়লো ১৬ হাজার টাকা

আ.লীগ থেকে বিএনপিতে যোগদানের পরদিনে দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জ জেলা কারাগারে ১২ বন্দীর পোস্টাল ব্যালটে ভোটের আবেদন

টাইম ম্যাগাজিনের প্রতিবেদন: আগামী নির্বাচনে তারেক রহমান ‘সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন’

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

একমি ল্যারেটরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ