বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
শিরোনাম
নাভানা ফার্মায় চেয়ারম্যান ও এমডি নিয়োগ গান বাংলার চেয়ারম্যান তাপসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা শেরপুরে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালনে ইসি’র নির্দেশ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, সংসদ সদস্যসহ নিহত ১৫ স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়লো ১৬ হাজার টাকা আ.লীগ থেকে বিএনপিতে যোগদানের পরদিনে দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫ সিরাজগঞ্জ জেলা কারাগারে ১২ বন্দীর পোস্টাল ব্যালটে ভোটের আবেদন টাইম ম্যাগাজিনের প্রতিবেদন: - আগামী নির্বাচনে তারেক রহমান ‘সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন’
খেলাধূলা

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে ওয়ানডে ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টিতে কখনো করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতে জয় পেয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার তাই হোয়াইটওয়াশের দিকেই চোখ লিটন-জাকেরদের।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য ব্যবধান ৩-০ করা, দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরা হয়ে এমনটিই জানিয়েছিলেন জাকের আলী অনিক।

পাকিস্তানকে ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয় পায় বাংলাদেশ, সেখানে তাদের হোয়াইটওয়াশ করে ফিরে টাইগাররা। এবার টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার অপেক্ষায় তারা।

এর আগে পাকিস্তানের বিপক্ষে দুইবার একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে প্রতিবারই হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। যার মধ্যে একটি এবছর পাকিস্তানের মাটিতে। তাই এবার স্বাগতিকদের সামনে প্রতিশোধ নেওয়ার সূবর্ণ সুযোগ এসেছে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথম ২০১২ সালে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে। এরপর জিম্বাবুয়ে, আরব আমিরাত, ইংল্যান্ড, আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকেও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজ হেরেছে টাইগাররা। টানা ছয় ম্যাচে হারার পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে জয়ের ধারায় ফিরে আসে লিটন-জাকেররা। শেষ পর্যন্ত লঙ্কানদেরকে তাদের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে দেশে ফিরেছে টাইগাররা।

টানা ৪ ম্যাচ অপরাজিত থাকা বাংলাদেশ জয়ের ধারাটা ধরে রাখতেই আজ তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে। একই সঙ্গে পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হয়ে আসার পর এবার তাদেরকে হোয়াইটওয়াশ করার সুযোগ এখন বাংলাদেশের সামনে।

বাংলাদেশ দল : লিটস দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামিম হোসেন, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন।

পাকিস্তান দল : সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নাওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম।

এই সম্পর্কিত আরো

নাভানা ফার্মায় চেয়ারম্যান ও এমডি নিয়োগ

গান বাংলার চেয়ারম্যান তাপসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

শেরপুরে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে

নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালনে ইসি’র নির্দেশ

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, সংসদ সদস্যসহ নিহত ১৫

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়লো ১৬ হাজার টাকা

আ.লীগ থেকে বিএনপিতে যোগদানের পরদিনে দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জ জেলা কারাগারে ১২ বন্দীর পোস্টাল ব্যালটে ভোটের আবেদন

টাইম ম্যাগাজিনের প্রতিবেদন: আগামী নির্বাচনে তারেক রহমান ‘সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন’