শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
শিরোনাম
খেলাধূলা

ওয়ানডে পরিসংখ্যানে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-ভারত। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। প্রায় দেড় বছর পর ওয়ানডে ফরম্যাটে দেখা হচ্ছে দু’দলের। সঙ্গে আট বছর আগের শেষ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের স্মৃতিও দু’দলের কাছে অম্ল ও মধুর।

৮ বছর আগে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রোহিত-বিরাটদের কাঁদিয়ে শিরোপা উৎসবে মেতেছিল পাকিস্তান। সেই ম্যাচের হিরো ফখর জামান অবশ্য ইনজুরিতে পড়ে আসর থেকে ছিটকে গেছেন। বিকল্প ইমাম-উল-হক যোগ দিয়েছেন। স্কোয়াডে উসমান খান থাকলেও করাচির একাদশে তাকে রাখা হয়নি। অধিনায়ক রিজওয়ানের সঙ্গে বাবর আজমকে হতে হবে দায়িত্বশীল। তবে আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে পারছে না মেন ইন গ্রিন।

কন্ডিশন বিবেচনায় সালমান আগা ও খুশদিল শাহ’র সঙ্গে আরও একজন স্পিনারের প্রয়োজন হতে পারে। কিন্তু পেস নির্ভর পাকিস্তান সে ফর্মুলা বেছে নেবে কী? পাওয়ার প্লেতে নাসিম শাহ ও শাহিন আফ্রিদির দিকে তাকিয়ে থাকে দল। এ জুটি উইকেট নিতে না পারলে বাড়তি চাপে পড়ে বোলিং ইউনিট।

টিম ইন্ডিয়া নামবে জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে। বাংলাদেশের বিপক্ষে ফের প্রমাণ ভারতের ব্যাটিং গভীরতা। ওপেনার শুভমান গিল সেরা ছন্দে। পেসার মোহাম্মদ শামির সঙ্গে স্পিনার অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদবরা দুবাই স্টেডিয়ামে এক্স ফ্যাক্টর। কোহলি রানে নেই। কিন্তু তাতে কী? রানে ফিরতে কিং কোহলির জন্য এমন ম্যাচ বরাবর আদর্শ। ফের প্রমাণ করতে চাইবেন কেন তিনি বড় ম্যাচের নায়ক।

জয় বিবেচনায় এ ম্যাচে ভারতের চেয়ে এগিয়ে থেকেই মাঠে নামবে পাকিস্তান।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৫ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। এরমধ্যে পাকিস্তানের জয় ৭৩টিতে, ভারতের জয় ৫৭টিতে। ৫টি পরিত্যক্ত হয়।

কিন্তু সর্বশেষ ১৫ ম্যাচ বিবেচনায় এগিয়ে ভারত। ১০টিতে জিতেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের জয় ৪টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। এছাড়া সর্বশেষ ৬ ম্যাচের মধ্যে ৫টিতে জয় আছে ভারত।

ভারত-পাকিস্তান শেষ ১৫ লড়াই :

১৮-০৩-২০১২ : ভারত ৬ উইকেটে জয়ী, মিরপুর

৩০-১২-২০১২ : পাকিস্তান ৬ উইকেটে জয়ী, চেন্নাই

০৩-০১-২০১৩ : পাকিস্তান ৮৫ রানে জয়ী, ইডেন গার্ডেন্স

০৬-০১-২০১৩ : ভারত ১০ রানে জয়ী, দিল্লি

১৫-০৬-২০১৩ : ভারত ৮ উইকেটে জয়ী, বার্মিংহাম

০১-০৩-২০১৪ : পাকিস্তান ১ উইকেটে জয়ী, ঢাকা

১৫-০২-২০১৫ : ভারত ৭৬ রানে জয়ী, অ্যাডিলেড

০৪-০৬-২০১৭ : ভারত ১২৪ রানে জয়ী, বার্মিংহাম

১৮-০৬-২০১৭ : পাকিস্তান ১৮০ রানে জয়ী, ওভাল

১৯-০৯-২০১৮ : ভারত ৮ উইকেটে জয়ী, দুবাই

২৩-০৯-২০১৮ : ভারত ৯ উইকেটে জয়ী, দুবাই

১৬-০৬-২০১৯ : ভারত ৮৯ রানে জয়ী, ম্যানচেস্টার

০২-০৯-২০২৩ : পরিত্যক্ত, পাল্লেকেলে

১০-০৯-২০২৩ : ভারত ২২৮ রানে জয়ী, কলম্বো

১০-১০-২০২৩ : ভারত ৭ উইকেটে জয়ী, আহমেদাবাদ

সব মিলিয়ে ১৩৫ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান :

ভারত জয়ী : ৫৭টিতে

পাকিস্তান জয়ী : ৭৩টিতে

টাই : ০

পরিত্যক্ত : ৫টি

এই সম্পর্কিত আরো