শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
শিরোনাম
খেলাধূলা

ক্রিকেট সামগ্রী নিয়ে খুদে শিক্ষার্থীদের পাশে ক্রিকেটার জাভেদ ওমর ও মিজান

সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জের সিংগাইরে ক্রিকেট সামগ্রী নিয়ে স্কুলের খুদে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গোল্লা ও সিংগাইরের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা “দি প্লাস্টিসিটি” কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে “দি প্লাস্টিসিটি” কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ধল্লা মর্নিং গ্লোরি মডেল স্কুল ও জয়মন্টপ ইউনিয়নের জেনিথ মডেল স্কুলের খুদে শিক্ষার্থীদের হাতে ক্রিকেট সামগ্রী তুলে দেন জাভেদ ওমর ও মিজানুর রহমান।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে একটি অভিজাত হোটেলে ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের উপস্থিতে ঢাকার একটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ করেন তারা।

আগামীতে সিংগাইরে একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে জাভেদ ওমর বেলিম বলেন, একজন সাধারণ বাচ্চা সেও খেলতে চায়। কিন্তু অনেক সময় হয়ে উঠে না। ওদের বিকাশের জন্য সামান্য সামগ্রীই যথেষ্ট। এখন বাচ্চাদের বাবা-মাও সন্তানদের মোবাইল দিয়ে বসিয়ে দেয়। মোবাইল আসক্তি থেকে বের করে খেলাধুলায় যুক্ত হলে মেধা বিকাশ হবে। এই ক্ষুদ্র প্রয়াসে সামাজ সেবামূলক বিভিন্ন ভালো কাজগুলো করে যেতে চাই।

এসময় আরো বক্তব্য রাখেন, “দি প্লাস্টিসিটি” কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তরুণ উদ্যোক্তা মোঃ মিজানুর রহমান, মর্নিং গ্লোরি মডেল স্কুলের পরিচালক মোঃ ফারুক আহমেদ, জেনিথ কিন্ডার গার্টেনের পরিচালক মোঃ আমিনুল ইসলাম খোকন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন-দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিংগাইর প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তানভীর ।

এসময় আরও উপস্থিত ছিলেন- ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমবায় পরিদর্শক মোঃ আমিনুর রহমান, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সভাপতি মোঃ কোহিনুর ইসলাম রাব্বি, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লাসহ স্থানীয় মুরুব্বি ও স্কুলের খুদে শিক্ষার্থীরা।

Imported from WordPress: image-27.png

এই সম্পর্কিত আরো