শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
শিরোনাম
খেলাধূলা

৩২ জন অপেশাদার ফাইটারকে নিয়ে ফাইটিং প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক: আরতুতো ১.২ ভারতীয় অপেশাদার ফাইটিং এর দ্বিতীয় আসর শুরু করতে যাচ্ছে। গত আসরের দারুণ সাফল্যের পর এবারের আসরে ৩২ জন্য অপেশাদার ফাইটারকে যুক্ত করা হয়েছে।

যারা আগামী ২৬ আগস্ট অরুনাচল প্রদেশে রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হবে। এই ইভেন্টটি হিজিও’র সিইও আরতুতুর (ভারতকে আন্তর্জাতিকভাবে রাশিয়া ও মালয়েশিয়ায় প্রতিনিধিত্ব করেন) মস্তিষ্কপ্রসুত।

আসরের দিন মূল প্রতিযোগিতা হবে জোউখুম দিলি এবং ফ্রাংকি মোমিনের মধ্যে। এছাড়া প্রদর্শনী ম্যাচে তুলসিদাস লড়বেন ডিও রিমো মাতামের বিপক্ষে।

Imported from WordPress: image-121.png

এই ইভেন্টে চারটি অ্যাওয়ার্ড দেওয়া হবে। যেগুলো হলো, ফাইট অফ দ্য নাইট, সাবমিশন অফ দ্য নাইট, নকআউট অব দ্য নাইট এবং পারফর্মেন্স অব দ্য নাইট। প্রত্যেক অ্যাওয়ার্ডের জন্য ১৫০০০ হাজার অর্থ পুরস্কার ও ফাইট অব দ্য নাইটের জন্য বাড়তি হিসেবে বোনাস পুরস্কাএ থাকবে।

এ বিষয়ে আর্তুর্তোর সিইও বলেন, “আমার মালিকানাধীন সুবিধা এবং জিমের কারণে আমি এটিকে অপেশাদার যোদ্ধাদের জন্য ক্ষেত্র তৈরি করতে পেরেছি। ভারতে প্রচুর এমএমএ প্রতিভা আছে, কিন্তু সেখানে অনেক অপেশাদার প্রতিভাও রয়েছে, যাদের সংখ্যা প্রতি বছর বাড়তে থাকে।”

এই সম্পর্কিত আরো