বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
শিরোনাম
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, সংসদ সদস্যসহ নিহত ১৫ স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়লো ১৬ হাজার টাকা আ.লীগ থেকে বিএনপিতে যোগদানের পরদিনে দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫ সিরাজগঞ্জ জেলা কারাগারে ১২ বন্দীর পোস্টাল ব্যালটে ভোটের আবেদন টাইম ম্যাগাজিনের প্রতিবেদন: - আগামী নির্বাচনে তারেক রহমান ‘সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন’ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা একমি ল্যারেটরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ Half Yearly Un-audited Financial Statements of The ACME Laboratories Ltd. মুন্নু সিরামিকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ নাভানা ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
খেলাধূলা

মেসিকে বছরে ৪০ কোটি ইউরোর প্রস্বাত আল হিলালের

স্পোর্টস ডেস্ক : প্রায় দুই দশক ইউরোপ দাপিয়ে বেড়ানো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্যারিয়ারের পড়ন্ত বেলায় সৌদি আরবের ক্লাব আল নাসেরে পা রেখেছেন। এদিকে সৌদির ক্লাবটির সঙ্গে ‘সিআর সেভেন’-এর চুক্তি হতেই সক্রিয় হয়ে উঠেছে, তাদের প্রধান প্রতিপক্ষ আল হিলাল।

শোনা যাচ্ছে, বছরে ৪০ কোটি ইউরোর বেশি রেকর্ড অর্থে লিওনেল মেসিকে দলে নিতে চাইছে এই ক্লাব। দরাদরি করতে ইতিমধ্যেই নাকি রিয়াদে পৌঁছে গিয়েছেন মেসির বাবা জর্জ মেসি। যদিও আল হিলালের তরফ থেকে এখনও এই ইস্যু নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

পিএসজিতে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে আগামী ৩০ জুন। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন। বার্সেলোনা তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এমনকি শোনা যাচ্ছে আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিও নাকি আগ্রহী আর্জেন্টাইন তারকাকে পেতে চাইছে। তবে সেই খবর ইতিমধ্যেই উড়িয়ে দিয়েছেন খোদ মেসি।

গত মাসে সৌদি আরবে গিয়েছিলেন মেসির বাবা জর্জ মেসি। তখন গুঞ্জন উঠেছিল, মেসির ভবিষ্যৎ নিয়ে আল হিলাল ক্লাবের প্রতিনিধিদের আলোচনা করতেই নাকি সৌদি আরবে গিয়েছিলেন তাঁর বাবা ও এজেন্ট। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ তখন জানিয়েছিল, মেসির বাবার সৌদিতে যাওয়া সেই দেশের পর্যটন বোর্ডের আমন্ত্রণে। মেসি আগেই সৌদি পর্যটন বোর্ডের দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এরমধ্যেই আল হিলালের সঙ্গে মেসির সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে আলোচনা তুঙ্গে ওঠে। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডো গত জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসের ক্লাবে যোগ দেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলারকে দলে নিয়ে নিজেদের দেশের ফুটবলকে জমিয়ে দিতে চায় সৌদি আরব।

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। সেইজন্য বিশ্ব ফুটবলে নিজেদের চেনানোর একটা প্রচেষ্টা তাদের থাকতেই পারে। রোনাল্ডোকে আল নাসের নেওয়ার পর থেকে বিশ্ব ফুটবলের কাছে একটা বার্তা দেওয়া হয়েছে। এবার মেসি যদি রেকর্ড অর্থে আল হিলালে সই করে দেন, তাহলে আখেরে সৌদি আরবের ফুটবলের প্রচার আরও বাড়বে। সৌদি প্রো লিগে আল নাসের ও আল হিলালের দ্বৈরথকে ‘ক্লাসিকো’ হিসেবে তুলনা করে থাকেন অনেকে। আল নাসেরে রোনাল্ডো তো আছেনই, এবার মেসি যদি আল হিলালে যোগ দেন তাহলে সেই দ্বৈরথের মাত্রা আরও বাড়বে। সেটা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:

এমসিসির আজীবন সদস্য হলেন মাশরাফি

রোনালদোর জোড়া গোলে আল নাসরের বড় জয়

পিএসজি সমর্থকদের কটাক্ষের শিকার মেসি

এই সম্পর্কিত আরো

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, সংসদ সদস্যসহ নিহত ১৫

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়লো ১৬ হাজার টাকা

আ.লীগ থেকে বিএনপিতে যোগদানের পরদিনে দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জ জেলা কারাগারে ১২ বন্দীর পোস্টাল ব্যালটে ভোটের আবেদন

টাইম ম্যাগাজিনের প্রতিবেদন: আগামী নির্বাচনে তারেক রহমান ‘সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন’

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

একমি ল্যারেটরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

Half Yearly Un-audited Financial Statements of The ACME Laboratories Ltd.

মুন্নু সিরামিকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নাভানা ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ