বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
শিরোনাম
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, সংসদ সদস্যসহ নিহত ১৫ স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়লো ১৬ হাজার টাকা আ.লীগ থেকে বিএনপিতে যোগদানের পরদিনে দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫ সিরাজগঞ্জ জেলা কারাগারে ১২ বন্দীর পোস্টাল ব্যালটে ভোটের আবেদন টাইম ম্যাগাজিনের প্রতিবেদন: - আগামী নির্বাচনে তারেক রহমান ‘সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন’ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা একমি ল্যারেটরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ Half Yearly Un-audited Financial Statements of The ACME Laboratories Ltd. মুন্নু সিরামিকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ নাভানা ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
খেলাধূলা

ঘরের মাঠে লজ্জার হার পিএসজির

স্পোর্টস ডেস্ক : এবার ঘরের মাঠে অলিম্পিক লিঁওর কাছে ১-০ গোলে হারলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গতবারের চ্যাম্পিয়নদেরকে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে লিওঁ।এ নিয়ে ফরাসি লিগে টানা দুই ম্যাচে হারলো মেসি-এমবাপ্পেরা।

রোববার (২ মার্চ) রাতে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লিঁওর বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। তবে মৌসুমের শুরু থেকে মাঝপথ পর্যন্ত দুর্দান্ত খেলা পিএসজি হেরে গেছে ১-০ গোলের ব্যবধানে। লিঁওর হয়ে জয়সূচক গোলটি করেন ব্র্যাডলি বারকোলা

এদিন ম্যাচের শুরু থেকে পিএসজিকে চেপে ধরেছিল সফরকারীরা। তাতে পয়েন্ট তালিকার শীর্ষ দলের সঙ্গে যে ১০ নম্বর দলের খেলা সেটি প্রথমার্ধে দেখে বোঝার উপায় ছিল না। গোলের সুযোগ যেমন তৈরি করেছে, তেমনি নষ্টও করেছে দুদল। তবে ৩৯তম মিনিটে গোলের সহজ সুযোগ পেয়েও নষ্ট করেছে লিওঁ।

ডি-বক্সে আলেক্সান্দ্র লাকাজেতকে ফেলে দিয়ে লিওঁকে পেনাল্টি উপহার দেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে স্পট কিকে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লাকাজেত। কিন্তু তার শট পোস্টে লেগে চলে নিকলাস তালিয়াফিকোর পায়ে চলে যায়। কিন্তু তিনিও বার উচিয়ে মেরে গোলের সুযোগ নষ্ট করেন।

এই নাটকের পর লিওঁকে একটু চেপে ধরেছিল পিএসজি। ৪৫ মিনিটে রেনাতো সানচেসের ২৫ গজি শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন লিওঁ গোলরক্ষক আন্তনি লোপেস। এরপর যোগ করা সময়ে ছয় গজি বৃত্তে দেয়ান লোভরেনের হাতে বল লাগলেও রেফারি পেনাল্টি দেননি পিএসজিকে।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬ মিনিটে দারুণ এক আক্রমন থেকে লিড পেয়ে যায় লিওঁ। ডান পাশ থেকে এগিয়ে যাওয়া সায়েল কুমবেদিকে ক্রস দিয়েছিলেন থিয়াগো মেন্দেস। কুমবেদি বলটাকে আবার ঠেলে দেন বাঁ পাশে থাকা বদলি খেলোয়াড় ব্র্যাডলি বারকোলার কাছে। দোন্নারুম্মাকে উল্টো পাশে ছিটকে ফেলে জালে জড়ান বল এই ফরোয়ার্ড।

৬৭ মিনিটে আবারও দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন বারকোলা। তবে ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডকে এবার গোল পেতে দেননি দোন্নারুম্মা। এরপর ম্যাচের শেষ দিকে পিএসজি চেষ্টা করেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। ফলে মৌসুমে পঞ্চম ও টানা দ্বিতীয় হার নিয়েই মাঠ ছাড়তে হলো দলটিকে।

প্রথমার্ধে পেনাল্টি পায় সফরকারীরা। তবে স্পটকিক ব্যর্থ হলে এ যাত্রায় রক্ষা পায় পিএসজি। বিরতির পর আর লিঁওকে আটকাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৫৪ মিনিটে ব্রাডলি বারকোলার একমাত্র গোলটিই গড়ে দেয় ব্যবধান।

ম্যাচে কার্যকর ভূমিকা রাখতে পারেনি মেসি-এমবাপ্পেরা। উল্টো রক্ষণের দুর্বলতায় গোল হজম করল দলটি। ফলে নিজেদের মাঠে হারের হতাশা নিয়ে ফিরলো পিএসজি।

হারলেও ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকছে পিএসজি। ৬ পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিঁজ। আর লিঁওর অবস্থান টেবিলের নয় নম্বরে।

আরও পড়ুন:

ইফতারের সময় ম্যাচ বন্ধ না রাখতে ফরাসি রেফারিদের নির্দেশ

সাকিবকে কলকাতার অধিনায়ক না করায় অবাক মুডি

এই সম্পর্কিত আরো

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, সংসদ সদস্যসহ নিহত ১৫

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়লো ১৬ হাজার টাকা

আ.লীগ থেকে বিএনপিতে যোগদানের পরদিনে দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জ জেলা কারাগারে ১২ বন্দীর পোস্টাল ব্যালটে ভোটের আবেদন

টাইম ম্যাগাজিনের প্রতিবেদন: আগামী নির্বাচনে তারেক রহমান ‘সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন’

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

একমি ল্যারেটরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

Half Yearly Un-audited Financial Statements of The ACME Laboratories Ltd.

মুন্নু সিরামিকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নাভানা ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ