সিরাজগঞ্জ প্রতিনিধি: সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ ধরনের তৎপরতার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় গোপন এবং জনগণের উচিত তাদের বিষয়ে সচেতন থাকা।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্ক এলাকায় অনুষ্ঠিত ওই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেন।
তারেক রহমান বলেন, দেশের জনগণ বর্তমানে রাজনৈতিক দলগুলোর বাস্তবভিত্তিক ও কার্যকর পরিকল্পনা জানতে আগ্রহী। তিনি উল্লেখ করেন, দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে দেশ পরিচালনার সক্ষমতা দলটির আছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, বহু ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। ১৯৭১ সালে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা এসেছে এবং ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত ঘটনাবলির মধ্য দিয়ে সেই স্বাধীনতা রক্ষার দাবি করা হয়। বর্তমান সময়কে তিনি স্বাধীনতাকে অর্থবহ করার সময় হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী সামনে এসে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ১৬ বছর ধরে এ ধরনের গোষ্ঠী প্রকাশ্যে সক্রিয় ছিল না এবং যারা পরবর্তীতে দেশ ত্যাগ করেছে, তাদের সঙ্গেই ওই গোষ্ঠীর সংশ্লিষ্টতা ছিল।
সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, এই এলাকার মানুষের জীবন-জীবিকা মূলত তাঁত ও লুঙ্গি শিল্পের সঙ্গে যুক্ত। বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতশিল্পে উৎপাদিত পণ্য বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জ ও পাবনার মোট ১০টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হয় এবং ভোট প্রার্থনা করা হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত এই জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।